পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB State Song: 'পশ্চিমবঙ্গ দিবস' শুধু নয় এবার ভাবনায় 'রাজ্য সঙ্গীত', প্রস্তাব বিধানসভায় পেশ করার সম্ভাবনা - পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস

পয়লা বৈশাখকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালনের কথা ভাবছে রাজ্য সরকার ৷ এর সঙ্গে রাজ্য সঙ্গীতের কথাও চিন্তা করা হচ্ছে ৷ জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্যের নিজস্ব একটি সঙ্গীত থাকবে, যেখানে রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হবে ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত

By

Published : Aug 22, 2023, 1:46 PM IST

কলকাতা, 22 অগস্ট: বহু রাজ্যে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে ৷ পশ্চিমবঙ্গের জন্য এমন কোনও রাজ্য সঙ্গীতের অস্তিত্ব ছিল না ৷ এবার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি একটি রাজ্য সঙ্গীত নির্দিষ্ট করতে চাইছে ৷ এই সঙ্গীতের মাধ্যমে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাগত বৈচিত্র এবং বঙ্গবাসীর জীবনযাত্রা তুলে ধরা হবে ৷

বর্তমানে ছত্তিশগড়, গুজরাত, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডে নিজের নিজের রাজ্য সঙ্গীত রয়েছে ৷ 2020 সালে ওড়িশার বিধানসভায় রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে 'বন্দে উত্‍কল জননী' গানটি ৷ তারও আগে 2012 সালে রাজ্য সঙ্গীত হিসেবে 'মেরে ভারত কে কণ্ঠহার'-কে গ্রহণ করছে বিহার ৷ অসমের রাজ্য সঙ্গীত রয়েছে 'ও মুর আপুনার দেশ' ৷

এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কী হতে পারে, তা নিয়ে এবার পর্যালোচনা করছে রাজ্য সরকার ৷ এই রাজ্য সঙ্গীত প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিভিন্ন রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত রয়েছে ৷ পশ্চিমবঙ্গে কোনও 'রাজ্য সঙ্গীত' নেই ৷ একটি জাতীয় সঙ্গীত গোটা ভারতের জন্য প্রযোজ্য ৷ রাজ্যের জন্য একটি নির্দিষ্ট সঙ্গীত হলে, তা ভালোই হবে ৷"

ইতিমধ্যে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা ভাবছে রাজ্য সরকার ৷ 20 জুন দিনটিতে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে ৷ সেদিন রাজ্যজুড়ে তৃণমূলের ধিক্কার দিবস পালিত হয়েছে ৷ তারপরই সুগত বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় ৷ এই কমিটির আরও পাঁচ সদস্য পাঁচ মন্ত্রী- ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা ৷

আরও পড়ুন: পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য সিদ্ধান্ত কমিটির

এই কমিটিই বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিনটিকে পশ্চিমবঙ্গ দিবসে হিসেবে উদযাপনের পক্ষে সওয়াল করেছে ৷ সূত্রের খবর, এই বিষয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে ৷ সংশ্লিষ্ট কমিটি এই প্রস্তাব পেশ করবে রাজ্য বিধানসভায় ৷ একইভাবে রাজ্য সঙ্গীত নিয়েও প্রস্তাব পেশ করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details