কলকাতা, 18 মার্চ : বিজেপির ইস্তাহার প্রকাশিত হতে পারে 21 মার্চ ৷ বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে ৷ গতকালই ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল । সেক্ষেত্রে বিজেপি আর কোনওভাবেই ইস্তাহার প্রকাশে দেরি করতে চাইছে না বলে জানা যাচ্ছে । বিজেপি সূত্রে খবর, ইস্তাহার প্রকাশ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।
সূত্রের খবর, বিজেপির ইস্তাহারে একাধিক চমক থাকবে । তাই আগেই বিজেপির পক্ষ থেকে 294 টি বিধানসভা কেন্দ্রে একটি করে মোবাইল ভ্যান বের করা হয় । সেই ভ্যানে একটি ড্রপ বক্স বসানো হয় । সাধারণ মানুষ কী চাইছেন, সেটা জানতেই এই ড্রপ বক্স বসানো হয় ৷ এদিকে, শহরের নামী পাঁচটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল বিজেপি । তারা ইতিমধ্যেই রাজ্যের জন্য কী কী দরকার কিংবা কোন জেলায় কী সমস্যা ? কোন বিধানসভায় কী কী সমস্যা রয়েছে সে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট দেয় । এবার সেই রিপোর্ট নিয়ে, সাধারণ মানুুষের চাহিদা পর্যালোচনা করে বিজেপি ইস্তাহারে চমক দিতে চাইছে ।
কী থাকছে বিজেপি ইস্তাহারে ?
সূত্রের খবর, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য,পানীয় জল, আবাসন, বিদ্যুতের উপর সব থেকে গুরুত্ব দিতে চাইছে বিজেপি । রাজ্যে বিদ্যুৎ মাত্র 3 টাকা প্রতি ইউনিট করার পরিকল্পনা করছে বিজেপি । এছাড়া কলকাতা সহ রাজ্যের সব বাড়িতেই পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছানো, প্রতিটি ব্লকে কমপক্ষে 10 টি কর্মসংস্থানমুখী ট্রেনিং সেন্টার চালু করা হবে । জঙ্গলমহলে সব আদিবাসী বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি ও বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হবে ।