কলকাতা, 25 অগস্ট : দুর্গোৎসবের (Durga Puja) আগেই কি হতে চলেছে রাজ্যের উপনির্বাচন (West Bengal Assembly By-elections)? সেই জল্পনাই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)৷ সে জন্য নির্বাচন কমিশনের কাছে তদ্বির চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC) ৷ বিশেষজ্ঞদের ধারণা, সেপ্টেম্বরে সম্পন্ন হয়ে যেতে পারে ভোটপ্রক্রিয়া ৷ তবে করোনার কারণে কমিশন তা পিছিয়ে দেয় কি না, সেই চিন্তাতেই রয়েছে শাসক দল ৷
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন ঠিক করে দেয় রাষ্ট্রনেতা । কাজেই নির্বাচন এখানে গণতন্ত্রের উৎসব । এ বার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপনির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে । কারণ এই মুহূর্তে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁকে এই উপনির্বাচনে জিতে আসতে হবে । কাজেই গোটা রাজ্যের চোখ এখন সেই উপনির্বাচনের দিকে । একে করোনার মরসুম । নির্বাচন কমিশন নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও, হাত গুনছে শাসক দল । কারণ 2 নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে না এলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাই তারা চাইছে যত দ্রুত সম্ভব ভোট করিয়ে নিতে । বুধবার দলীয় সূত্রে জানা গিয়েছে যে, তাড়াতাড়ি নির্বাচন শেষ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঠিক করেছে এই মাসেই দলের পক্ষ থেকে 5 সাংসদ আবার নির্বাচন কমিশনে যাবে দ্রুত নির্বাচিনের দাবি নিয়ে ।
আরও পড়ুন:Mamata Banerjee : তফশিলিদের উন্নয়নের আর কিছু বাকি নেই, বৈঠকে বললেন মমতা
কিন্তু ভোট করানোর মালিক নির্বাচন কমিশন । করোনার দোহাই দিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বলছে, সকলের টিকাকরণ না হলে নির্বাচন নয় । এই অবস্থায় কবে হতে পারে উপনির্বাচন ! নির্বাচন কমিশনের একটা সূত্র বলছে, ইতিমধ্যেই রাজ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন ৷ এর জন্য প্রয়োজনীয় নির্দেশ বিভিন্ন জেলার জেলাশাসককে দেওয়া হয়েছে ।
যতদূর খবর, বাংলার সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজোর আগেই ভোট পর্ব মিটিয়ে ফেলতে চাইছে কমিশন । কারণ দুর্গা পুজোর মধ্যে ভোট হলে সরকারি আধিকারিকদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে । কাজেই সেপ্টেম্বরের মধ্যেই ভোট শেষ করে ফেলতে হবে তাদের । যেহেতু অক্টোবর মাসে দুর্গাপুজো রয়েছে, সে ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের শেষে ভোট করিয়ে নিতে পারে নির্বাচন কমিশন । কাজেই রাজ্যে অকাল বোধনের আগেই অকাল ভোটের ঘণ্টা বেজে যাওয়ার সম্ভাবনা ।