কলকাতা, 9 অগস্ট : আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এখন মৌসুমী অক্ষরেখার অবস্থান বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত । এই মৌসুমী অক্ষরেখার ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে গিয়ে সীমানা সংলগ্ন এলাকায় ওপর অবস্থান করবে । এর প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে । এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে ।
আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।