পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ কলকাতায় - আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather
আবহাওয়া আপডেট

By

Published : Apr 10, 2021, 11:37 AM IST

কলকাতা, 10 এপ্রিল : রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। সেই সঙ্গে শেষ চৈত্রেও তাপমাত্রা বাড়ছে রাজ্যে। এই পরিস্থিতিতে রেহাই দিতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

আরও পড়ুন-এপ্রিলের শুরুতেই শহরে রেকর্ড গরম, বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা গেছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ থাকবে।

ABOUT THE AUTHOR

...view details