পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই বঙ্গে, তবে প্রভাব শীতে - Weather Report

বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করবে । তবে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ বাতাসে ঠান্ডার শিরশিরানি থাকলেও তা জাঁকিয়ে বসার লক্ষণ নেই (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া

By

Published : Dec 7, 2022, 6:47 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঠান্ডার লুকোচুরি (Weather Report) । খলনায়ক অবশ্যই ঘূর্ণিঝড় । পশ্চিমবঙ্গ নয়, এবার তার লক্ষ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু (West Bengal Weather Update)।

মৌসম ভবন জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামিকাল বৃহস্পতিবার নাগাদ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকুলে হাজির হবে (Weather Forecast) । ঝড়ের কোনও সরাসরি প্রভাব এই রাজ্যে সেভাবে পড়বে না । তবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করবে । তার জেরে শীতের সাময়িক দফারফা হতে পারে । তবে বৃষ্টির সম্ভাবনা নেই ৷

আলিপুর আবহাওয়া দফতরের আগামী পাঁচদিনের পূর্বাভাসেও শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে । আগামী 3 দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না । তবে পরের দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে । ইতিমধ্যেই পারদ চড়ার ইঙ্গিত মিলছে । বাতাসে ঠান্ডার শিরশিরানি থাকলেও তা জাঁকিয়ে বসার লক্ষণ নেই । কলকাতায় এই নিম্নচাপের ধাক্কায় শীত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলা যাবে না । সাধারণত ডিসেম্বরের 15 তারিখ থেকে কলকাতায় শীত পড়ে । প্রায় সপ্তাহ দেড়েক এখনও বাকি । তাই আবহাওয়ার ঝঞ্ঝাট সরে শহরে শীত নির্দিষ্ট সময়েই পড়বে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:ফাটকা বিনিয়োগে লাভের সম্ভাবনা কোন কোন, রাশির জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 91 শতাংশ । বুধবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details