পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা বলিদান দিতেও পারি, নিতেও পারি : দিলীপ ঘোষ - BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

1953 সালে 23 জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীনগরে বন্দী দশায় প্রাণ হারান । সেইদিন থেকে বঙ্গ BJP আজকের দিনটি আত্মবলিদান দিবস হিসাবে পালন করে আসছে ।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Jun 24, 2020, 9:47 AM IST

Updated : Jun 24, 2020, 11:03 AM IST

কলকাতা, 24 জুন : "যারা হিংসা করছে । তাদের সামনে হাত জোড় করে দাঁড়াব না । তাদের সামনে শান্তির বাণী বলব না । তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় কথা বলব । তবেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যোগ্যসম্মান দেওয়া হবে । তার মূর্তির সামনে দাঁড়িয়ে আমি সংকল্প করছি ।" BJP-র সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে কর্মসূচিতে এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তিনি বলেন, "আমাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করো না । সে পুলিশ অফিসার হতে পারে । সে কোনও পার্টির নেতা, মন্ত্রী, ক্যাডার হতে পারে । যে কোনও ইশুতে দরকার হলে BJP মাঠে দাঁড়িয়ে তার যোগ্য জবাব দেবেও । আর পাই পাই পয়সার হিসাবও নেব । আজ থেকেই এটাই আমরা শপথ নেব । বলিদান আমরা দিতেও পারি, দরকার হলে নিতেও পারি ।"

রাজ্য প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যারা আজকে আইনকে হাতে নিয়ে গণতান্ত্রিক অধিকারকে হরণ করছেন । আটকাচ্ছেন । আমরা আজ তাদের বলে দিতে চাই, আমরা বলিদান দিতে ভয় পাই না। তোমাদেরও একদিন আসবে । তোমাদের পশ্চিমবঙ্গে চাকরি করতে হবে । থাকতে হবে । BJP যেদিন আসবে সেদিন BJP শাসকের ভূমিকায় থাকবে ।"

যারা বদলের কথা বলে বদলা নেয়, তাদের ধিক্কার জানাই ; বললেন দিলীপ

গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তিনি কড়া ভাষায় বলেন,"যারা বদলের কথা বলে বদলা নেয়। তাদের আমি ধিক্কার জানাই । বদল তো করবে সাধারণ মানুষ ৷ যারা আমাদের নিরাপরাধ কর্মীদের হত্যা করছে । মায়ের কোল খালি করছে। তাদের আমরা ছেড়ে দেব না । যোগ্য জবাব দেব । এটাই শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল । BJP হিংসাকে বিশ্বাস করে না । কিন্তু হিংসাকে প্রতিরোধ করতে BJP-র কোনও হাত কাঁপবে না ।"

তিনি আরও বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে 370 ধারা এবং 35A এ বিলুপ্ত করা হবে তা আজ সফল হয়েছে । তিনি অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে । কিন্তু তার হিন্দু বাঙালির নিজ ভূমি আজ বিপন্ন । বাংলাদেশের সাথে যোগ হতে যাচ্ছে । কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটাও স্বপ্নও পূরণ করব বলে জানান দিলীপ ঘোষ । এর পাশাপাশি তিনি জানিয়েছেন, শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় BJP-র আইকন নন । যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাঁরা সবাই BJP-র কাছে আইকন ।

1953 সালে 23 জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক নিশান, এক বিধান, এক প্রধানের দাবিতে শ্রীনগরে বন্দী দশায় প্রাণ হারান । BJP এই দিনটি আত্মবলিদান দিবস হিসাবে পালন করে আসছে । গতকাল কেওড়াতলা মহাশ্মাশান ও BJP-র সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার-সহ অন্য BJP নেতৃত্বরা ।

Last Updated : Jun 24, 2020, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details