পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আটকাতে সতর্কতামূলক পদক্ষেপ WBTC-র - কোরোনা আটকাতে পদক্ষেপ

কোরোনা ভাইরাস রুখতে সতর্কতামূলক পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ৷ বাস ডিপো, শৌচালয়, বাসের ভিতরগুলিতে বিশেষ ধরনের প্রতিষেধক দিয়ে পরিষ্কার রাখা হচ্ছে ৷

কোরোনা আটকাতে সতর্কতামূলক পদক্ষেপ
কোরোনা আটকাতে সতর্কতামূলক পদক্ষেপ

By

Published : Mar 16, 2020, 1:33 AM IST

কলকাতা, 16 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে । চিকিৎসকরা সচেতন করে জানিয়েছেন, এই মুহূর্তে কোনও জনবহুল জায়গায় না যাওয়া ভালো ৷ কিন্তু, কাজের সূত্রে অনেককেই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ৷ তাই কোরোনার মরণ থাবা থেকে বাঁচার জন্য সরকারি বাসগুলির ক্ষেত্রেও সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে ।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (WBTC)-র সবক'টি বাস ডিপোকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে । নিয়মিতভাবে পরিষ্কার করা হলেও কোরোনার জন্য পরিষ্কারের দিকে আরও কড়া নজর দেওয়া হচ্ছে । পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগাম বলেন, "ডিপোর শৌচালয়ের সঙ্গে বাসের ভিতরগুলিতেও বিশেষ ধরনের প্রতিষেধক (disinfectent) দিয়ে পরিষ্কার রাখা হচ্ছে । ব্যবহার করা হচ্ছে কীটনাশক স্প্রে । আমরা চলতি মাসের 12 তারিখ থেকেই এই প্রক্রিয়াগুলি শুরু করে দিয়েছি ।"

বাসের ভিতর প্রতিষেধক দিয়ে পরিষ্কার করা হচ্ছে

তিনি আরও বলেন, "পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ WBTC-র চেয়ারম্যান রোজপাল সিংহ নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে নজর রেখেছেন ।" বাসের বাইরে ও বাসের ভিতরে বিশেষ করে দরজা, সিট ও বাসের হ্যান্ডেল জীবাণুমুক্ত রাখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details