কলকাতা, 21 জুন : করোনা প্যানডেমিকের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে আগেই বাতিল হয়েছে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা । বিশেষ মূল্যায়নের ভিত্তিতেই প্রকাশ করা হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । বাতিল হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও । এবার একাদশ শ্রেণির মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল আরও পাঁচদিন । সোমবার এই বিষয়ে একটি নোটিশও দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।
পর্ষদ আগেই নির্দেশ দিয়েছিল যে, স্কুলগুলিকে 23 জুনের মধ্যে মূল্যায়নের নম্বর জমা দিতে হবে । তবে এত কম সময়ের মধ্যে কি করে স্কুলগুলি মূল্যায়নের নম্বর জমা দেবে, তা নিয়ে শিক্ষা মহলে নানা প্রশ্ন উঠেছিল । তাই রাজ্যের একাধিক স্কুলগুলি মূল্যায়নের নম্বর জমা দেওয়ার তারিখ বাড়ানোর আর্জি জানিয়ে আবেদন করা হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে । এবার সেই মতোই একদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হল 28 জুন । এখন স্কুলগুলি 23 জুনের পরিবর্তে 28 জুনের মধ্যে মূল্যায়নের নম্বর জমা দিতে পারবে ।