পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

22 লাখের বিলে টেস্টের খরচ 7 লাখ ! - প্যাথলজিক্যাল গাইডলাইন

বেসরকারি হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার খরচ কমানোর জন্য প্যাথলজিক্যাল গাইডলাইন তৈরির নির্দেশ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এসটাবলিসমেন্ট রেগুলেটরি কমিশনের ৷ এরজন্য 8 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিমকে অনুরোধ জানানো হয়েছে কমিশনের তরফে ৷

guide line for COVID 19 Pathology test
প্যাথলজিক্যাল গাইডলাইন তৈরির নির্দেশ কমিশনের

By

Published : Aug 11, 2020, 1:26 PM IST

কলকাতা, 11 অগাস্ট : চিকিৎসার জন্য 22 লাখ টাকা খরচ হয়েছে । যার মধ্যে প্যাথলজিক্যাল টেস্টের জন্য খরচ হয়েছে 7 লাখ টাকা ৷ বেসরকারি হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার খরচ কমানোর জন্য এবার COVID-19 -এর মডেল প্যাথলজিক্যাল গাইডলাইন তৈরির নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এসটাবলিসমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ৷ এর জন্য 8 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিমকে অনুরোধ জানিয়েছেন কমিশন ।

রাজ্যের এই স্বাস্থ্য কমিশনের তরফে সোমবার জানানো হয়েছে, বিষয়টি কমিশনের নজরে এসেছে ৷ প্যাথলজিক্যাল টেস্টের জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোটা অংকের টাকা নেওয়া হচ্ছে । ওই সব টেস্টের মধ্যে সম্ভবত কিছু অপ্রয়োজনীয় টেস্ট-ও রয়েছে । সম্প্রতি বেসরকারি হাসপাতালের একটি বিল নজরে এসেছে । ওই বিলে চিকিৎসার জন্য 22 লাখ টাকা খরচ দেখানো হয়েছে । যার মধ্যে 7 লাখ টাকা খরচ দেখানো হয়েছে প্যাথলজিক্যাল টেস্টের জন্য । বেসরকারি হাসপাতালে এই ধরনের খরচের জেরে কমিশন মনে করছে, কোমর্বিডিটি রয়েছে এবং কোমর্বিডিটি নেই এই দুই ক্ষেত্রকে নিয়ে COVID-19-এর চিকিৎসার জন্য একটি মডেল প্যাথলজিক্যাল গাইডলাইন তৈরি হওয়া উচিত ।

COVID-19 রোগীদের চিকিৎসার খরচের বোঝা কমানোর উদ্দেশ্যে গাইডলাইন তৈরির জন্য 8 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিমকে অনুরোধ জানিয়েছে কমিশন । তবে কমিশন একই সঙ্গে এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে যে পরামর্শ এবং সুপারিশ হিসাবে তৈরি হবে এই গাইডলাইন । কোনও রোগীর চিকিৎসার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ।

ABOUT THE AUTHOR

...view details