কলকাতা, 16 মার্চ : দু'টি পৃথক ঘটনায় দু'টি বেসরকারি হাসপাতালকে সব মিলিয়ে মোট সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন । একটি ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ দায়ের হয়েছিল । এই ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অপর ঘটনায় অতিরিক্ত বিলের অভিযোগ দায়ের হয়েছিল । এই ঘটনায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC), রাজ্যের এই স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 2018 সালের 28 জুন গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের জন্য রাজারহাটের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি ৷ এই ব্যক্তি রাজারহাটের বাসিন্দা ছিলেন । হাসপাতালে ভর্তির দিনই তাঁর অস্ত্রোপচার হয়েছিল । কিন্তু, অস্ত্রোপচারের জেরে সমস্যা দেখা দেয় । যার জেরে তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে। 2018-র 11 জুলাই পর্যন্ত ওই নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি । 2019-এর 29 জানুয়ারি রাজ্য স্বাস্থ্য কমিশনে এই ব্যক্তি অভিযোগ দায়ের করেন । অভিযোগে জানানো হয়, তিনি ঠিকমতো সুস্থ হননি । তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা থেকে গিয়েছে । এর পরে অন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন তিনি । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেও দুইবার অস্ত্রোপচারের পরেও সমস্যা মুক্ত হতে পারেননি তিনি । দক্ষিণ ভারতেও তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন । এই ধরনের পরিস্থিতির কারণে, চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে গিয়েছিল । তিনি সুস্থ হয়ে উঠছিলেন না ।