কলকাতা, 25 অক্টোবর : প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ এসএসকেএম-এর আইসিউ-তে রয়েছেন তিনি । গতকাল চেকআপের জন্য এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি ৷ কথা ছিল আজ তাঁর সব রকম চেকআপ হবে । এর মধ্যেই রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় সোমবার সকালে তাঁকে কার্ডিওলজি আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ।
বিকেল মেডিক্যাল বুলেটিনে হাসপাতালের সুপার পীযূষকান্তি রায় সাংবাদিকদের বলেন, "সকালে হার্ট ফেলিওর হয়েছিল সুব্রত মুখ্যোপাধ্যায়ের ৷ এসএসকেএম-এর তরফে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চালানো হচ্ছে ৷ সকালে তাঁকে পরীক্ষাও করা হয়েছে ৷ বিকেলেও তাঁর স্বাস্থ্য নিয়ে মেডিক্যাল বোর্ডে আলোচনা হয়েছে ৷ তবে এখনও তিনি বিপন্মুমুক্ত নন ৷ আপাতত তাঁকে বাইপ্যাপ সার্পোটে রাখা হয়েছে ৷ তবে রাজ্যের প্রবীণ মন্ত্রীকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হচ্ছে ৷" হৃদপিণ্ডের পাশাপাশি সিওপিডি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে সুব্রতবাবুর ৷ এছাড়াও একাধিক পরীক্ষার পর তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে ।