কলকাতা, 5 এপ্রিল : দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে আগামীকাল। গার্ডেনরিচে জলের পাইপলাইন মেরামতি এবং পাম্পিং মেশিনে কাজের জন্যই এই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে।
আগামীকাল দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় বন্ধ থাকবে জল সরবরাহ - water supply
আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। পাইপলাইনে মেরামতির কারণেই এই পরিষেবা বন্ধ থাকবে।
আজ নোটিশ জারি করে জল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, 7 এপ্রিল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। বরো 11, বরো 13, বরো 14, বরো 15 ও বরো 16-তে আংশিকভাবে জল সরবরাহ বন্ধ রাখা হবে। আগামীকাল বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, প্রফুল্ল পাক, সেন পল্লি, পর্ণশ্রী, গান্ধি ময়দান, মহেশতলা সহ দক্ষিণ কলকাতার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল দশটার পর থেকে আর জল পাওয়া যাবে না।
পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, গার্ডেনরিচে পাম্পিং স্টেশনে যান্ত্রিক মেরামতি ও পাইপলাইনে কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। এরই সঙ্গে দক্ষিণ কলকাতার একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ করা হবে ওই সময়।