নয়াদিল্লি, 1 অক্টোবর:ট্রেনের পর তৃণমূলের দিল্লি যাওয়ার বিমান বাতিল হয়েছে ৷ এই ঘটনাকেও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে বাংলার শাসকদল ৷ এদিকে বিবৃতি জারি এই প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানিয়েছে উড়ান সংস্থা ভিস্তারা। সংস্থার দাবি, পোর্ট ব্লেয়ার-কলকাতা রুটে দু'টি অতিরিক্ত বিমান প্রয়োজন হয়ে পড়েছে। আর তাই কলকাতা- দিল্লির বিমান বাতিল করতে হয়েছে ৷ রবিবার সন্ধ্যায় বিমানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল 120 জন তৃণমূল নেতার ৷ তবে বিমান বাতিল হওয়ায় স্বভাবতই সাময়িক সমস্যায় পড়তে হয়েছে নেতাদের ৷ শনিবার এই খবর পাওয়ার পরেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় তৃণমূল ৷
ভিস্তারা এয়ারলায়েন্সের মুখপাত্র জানান, "পোর্ট ব্লেয়ারে খারাপ আবহাওয়ার জন্য 30 সেপ্টেম্বর কলকাতা থেকে পোর্টব্লেয়ারগামী ভিস্তারা ফ্লাইট ইউকে747 বিমানটি বাতিল করা হয়েছে ৷ এর সঙ্গে পোর্ট ব্লেয়ার থেকে ফিরতি ইউকে787 বিমানটিও বাতিল করা হয়েছে ৷ এই অবস্থায় আটকে থাকা যাত্রীদের আনতে 1 অক্টোবর দু'টি শহরে দু'টি অতিরিক্ত বিমান চালানো হবে ৷ এই সমস্যার মধ্যে আমাদের অতিরিক্ত বিমান প্রয়োজন ৷ সেই জন্যে দিল্লি থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দিল্লিগামী বিমান বাতিল করতে হয়েছে ৷"
শনিবার সন্ধ্যায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই বিমান বাতিল হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "প্রথমে কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার বিশেষ ট্রেন বাতিল হল ৷ এবার বাতিল হল বিমান। বাংলা কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পায় ৷ সেই টাকা আদায়ের প্রতিবাদে সামিল হতে বহু মানুষের এই ট্রেনে দিল্লি যাওয়ার কথা ছিল ৷ 2 অক্টোবর এবং 3 অক্টোবর সেই প্রতিবাদ হওয়ার কথা ৷ এবার বিমান বাতিল হল! যত পারেন চেষ্টা করে দেখুন, আমরাও লড়াই চালিয়ে যাব ৷"