সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা
কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, উত্তর-মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমার একটি গুরুত্বপূর্ণ কারণ হল তপসিয়া-ট্যাংরা এলাকায় অবৈধ চামড়ার কারখানা । এসব অবৈধ চামড়ার কারখানার জল এলাকার খোলা নালাগুলিতে এসে মেশে । ফলে সমস্যা তৈরি হচ্ছে ।
কলকাতা , 21 অগাস্ট : সামান্য বৃষ্টিতেই জল জমে যায় পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় । হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ট্যাংরা ও সায়েন্স সিটি মোড়ে জল জমে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয় । এদিকে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে । আর এই টানা বৃষ্টির জেরে আরও সমস্যায় পড়েছেন ট্যাংরা ও সায়েন্স সিটি মোড়ের বাসিন্দারা । এই সমসমযা দূর করতে কলকাতা পৌরনিগম একাধিক পদক্ষেপ করলেও এখনও সমস্যা মেটেনি ।
কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, উত্তর-মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমার একটি গুরুত্বপূর্ণ কারণ হল তপসিয়া-ট্যাংরা এলাকায় অবৈধ চামড়ার কারখানা । এসব অবৈধ চামড়ার কারখানার জল এলাকার খোলা নালাগুলিতে এসে মেশে । সরকারিভাবে বানতলায় চামড়ার কারখানা করার জন্য জায়গা দেওয়া হয়েছে । তাও অবৈধভাবে অনেকেই ওই এলাকায় এখনও কারখানা চালিয়ে যাচ্ছে । ট্যাংরার চায়না টাউন এলাকায় নতুন করে নিকাশি ড্রেনেজ পাম্প তৈরি করা সম্ভব নয় । তার কারণ এলাকায় সব জমি ব্যক্তিগত মালিকানায় রয়েছে । এই এলাকায় খোলা ড্রেন হওয়ায় আশপাশের রেস্তরাঁ, কারখানা থেকে সমস্ত আবর্জনা সেখানে এসে মেশে । ফলে নিকাশি নালা বন্ধ হয়ে যাচ্ছে এবং জল জমার সমস্যা তৈরি হচ্ছে ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য এবং নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং জানান, সরকার থেকে বার বার অবৈধ কারখানাগুলি বন্ধ করে করে দেওয়া হয় । আবারও অবৈধ কারখানাগুলি গজিয়ে ওঠে । তাই প্রত্যেক বর্ষাতেই এই দুর্ভোগ লেগে রয়েছে । এই সমস্যা মেটানোর জন্য একটি নিকাশি নালার কাজ শুরু হয়েছে । কিন্তু তাতেও কতটা সমস্যার সমাধান হবে তা নিয়ে সংশয় রয়েছে । এই সমস্যার সমাধান করতে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানো হবে । প্রয়োজনে নতুন নকশা করে নিকাশি নালার কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি ।