কলকাতা , 7 জুলাই:মহানগরে ছড়িয়ে আকাশচুম্বি বিজ্ঞাপনের হোর্ডিংয়ের উপরও ঝুলে থাকে তার । রাজপথ থেকে অলিগলি তারের কলকাতা যে তারের জালে ঢাকা। যে তারগুলির বয়সের গাছ-পাথর নেই বললেই চলে । তাই কলকাতাকে তারের জট থেকে মুক্ত করতেই এবার ভূগর্ভস্থ ইউটিলিটি টানেল আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের । কলকাতায় আরও 30 কিলোমিটার পথে ভূগর্ভস্থ ইউটিলিটি টানেল তৈরি হবে। শহরের মোট 10 জায়গায় চলছে টানেল তৈরির কাজ। কেবল এবং ব্রডব্যান্ড লাইনের তারের জাল কমাতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা কর্পোরেশনের তরফে। বিভিন্ন টেলিকম সংস্থা এবং কেবল সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরনিগম ।
আলোচনায় সিদ্ধান্ত হয়, অব্যবহৃত পরিত্যক্ত তার দ্রুত খুলে ফেলতে হবে। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা তারগুলির সংখ্যা কমাতে ময়দানে নেমেই মোকাবিলা করতে হবে বলে জানায় কলকাতা কর্পোরেশন। ঝুলে থাকা তারগুলি কোন সংস্থার তা দেখে ট্যাগ করার পরিকল্পনা নেওয়া হয় । ধাপে ধাপে ফুটপাতের তলায় ইউটিলিটি টানেল এর মধ্যে সেই তার ঢোকানোর কাজ চলছে। এই ইউটিলিটি টানেলের মধ্য দিয়েই আগামিদিনে কলকাতার সমস্ত ধরনের পরিষেবার তার যাবে বলে জানাচ্ছে কলকাতা কর্পোরেশন।
প্রথমে এই পাইলট প্রোজেক্ট হয়েছিল হরিশ মুখার্জী রোডে। এরপর আরও 24 কিলোমিটার পথে এই ইউটিলিটি টানেল তৈরি করা হয়। এবার হবে আরও ৩০ কিলোমিটার। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, হাজরা রোড, এসপি মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, পার্ক স্ট্রিট, চেতলা সেন্ট্রাল রোড-সহ মোট 10টি এলাকায় ফুটপাথের নীচে এই টানেল তৈরির কাজ চলছে। এই কাজ শেষ হলে টেলিকম ও কেবল সংস্থাগুলির উপরে ঝুলে থাকা তার মাটির নীচ দিয়ে যাবে। ফলে এলাকাগুলিতে অনেকটাই দৃশ্য দূষণ কমবে। মুক্ত হবে আকাশ। কমবে দুর্ঘটনার প্রবণতাও।