কলকাতা, 10 জানুয়ারি: প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানকে গান স্যালুটে শেষশ্রদ্ধা জানানো হল ৷ রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে শিল্পীকে গান স্যালুট দেওয়া হয় ৷ তাঁকে শেষবারের মতো চোখের দেখা দেখতে উপচে পড়ে ভিড় ৷ রবীন্দ্র সদন থেকে নাকতলার বাড়ি হয়ে রাতের বিমানে শিল্পীর দেহ তাঁর জন্মস্থান উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই সমাধিস্থ করা হবে কিংবদন্তি শিল্পীকে ৷ কলকাতা পুলিশের এক আধিকারিক এই খবর নিশ্চিত করেছেন ৷
বুধবার সকালে রবীন্দ্র সদনে শায়িত রাখা হয় উস্তাদ রশিদ খানের মরদেহ ৷ ফুল ও মালা নিয়ে সেখানে হাজির ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ ৷ শিল্পীকে একবার শেষ দেখা দেখার জন্য হাজির হয়েছিলেন অনুরাগীরা ৷ ছিলেন হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, মুনমুন সেন, কৌস্তভ বাগচী, রবীন দেব, শমীক ভট্টাচার্য, শতরূপ ঘোষ-সহ আরও অনেকে ৷ শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে কেউ ডুকরে কেঁদে ওঠেন ৷ কারও আবার কথা বলতে গিয়ে গলা ধরে আসে ৷
তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, "ও আমার খুবই ভালো বন্ধু ছিল ৷ ওর জীবনটা আমরা সেলিব্রেট করব ৷ কিংবদন্তিদের মৃত্যু হয় না ৷ ও খুব সাধারণ ছিল ৷ কয়েক মাস আগে আমাকে ফোন করে ওর বাড়িতে যেতে বলেছিল ৷ কিন্তু যেতে পারেনি ৷ এটা খুব বড় অনুশোচনা ৷ মুখ ভরা পান আর এক গাল হাসি, এটাই রশিদ ৷ ভগবানের দূত হয়ে এসেছিল ৷ অল্প সময় সবাইকে আনন্দ দিয়ে চলে গেল ৷"