পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালীঘাট মন্দিরে স্যানিটাইজ় টানেল, তবে কি দ্রুতই খুলছে মন্দির ? - 1জুন থেকে ধর্মীয় স্থান খোলার ছাড়পত্র

কালীঘাট মন্দির খোলেনি এখনও । তবে মন্দিরের প্রবেশদ্বারে বসছে স্যানিটাইজ় টানেল । অন্যান্য পদক্ষেপও করছে মন্দির কর্তৃপক্ষ । দুই একদিনের মধ্যেই মন্দির খোলার ইঙ্গিত পাওয়া গিয়েছে ।

kalighat
kalighat

By

Published : Jun 4, 2020, 8:36 PM IST

কলকাতা, 4জুন : দর্শনার্থীদের মধ্যে সংক্রমণরুখতে অভিনব পদক্ষেপ করল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ । মন্দিরের প্রবেশদ্বারে বসবে স‍্যানিটাইজ়টানেল । পুণ্যার্থীরা প্রতিমা দর্শনের আগে স‍্যানিটাইজ় টানেলে নিজেদেরজীবাণুমুক্ত করতে পারবেন ।

দর্শনার্থীদেরমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যেও মন্দির কমিটির তরফে বিশেষ উদ্যোগ নেওয়াহয়েছে । এর ফলে সংক্রমণের ভয় কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়1জুন থেকেধর্মীয় স্থান খোলার ছাড়পত্র দিলেও খোলেনি কালীঘাট,আদ্যাপীঠ সহ অনেক মন্দিরের দরজা । তবেকালীঘাট মন্দির দ্রুত খোলার বিষয়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ । দুই একদিনের মধ্যেইমন্দির খুলে খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে তার আগে দর্শনার্থী,পাণ্ডা এবং পূজারিদের সুরক্ষার জন্যবসবে স‍্যানিটাইজ় টানেল । মন্দিরের প্রবেশদ্বারে বসবে এই টানেলটি । স‍্যানিটাইজ়টানেল পার করে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা ।

সামাজিকদূরত্ব বজায় রাখার জন্য মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে ।পুজো দেওয়ার লাইন বড় থাকলেও একসঙ্গে10জনের বেশি মানুষ মন্দিরের ভেতরেপ্রবেশ করতে পারবেন না ।10জনের পুজো দেওয়া সম্পূর্ণ হলে আবার10জন পুজো দেওয়ার অনুমতি পাবেন ।

ABOUT THE AUTHOR

...view details