কলকাতা, 7মে: কোরোনা সংক্রমণ মোকাবিলায় এবার স্বাস্থ্যকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়াল উবের । কলকাতা এবং হাওড়ার মোট 11টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উবের ক্যাবে চড়লে কোনও ভাড়া লাগবে না বলে গতকাল ঘোষণা করা হয়েছে উবের সংস্থার তরফে ।
পশ্চিমবঙ্গের 11টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ফ্রি রাইড দেওয়ার ঘোষণা উবেরের - Uber to provide free rides
কম্পানির তরফে জানানো হয়েছে, প্রত্যেক স্বাস্থ্যকর্মী যাতে এই সহায়তা পান তার জন্য রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে । উবের মেডিক নামে এই পরিষেবায় 70টি উবের ক্যাব চালানো হবে । আগামী এক বা দুইদিনের মধ্যেই উবের মেডিক পরিষেবার আওতাধীন করা হবে হাসপাতালগুলিকে ।
কম্পানির তরফে জানানো হয়েছে, প্রত্যেক স্বাস্থ্যকর্মী যাতে এই পরিষেবা পান তার জন্য রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে । উবের মেডিক নামে এই পরিষেবায় 70টি উবের ক্যাব চালানো হবে । আগামী এক বা দুইদিনের মধ্যেই উবের মেডিক পরিষেবার আওতাধীন করা হবে হাসপাতালগুলিকে । স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কোরোনা আক্রান্ত নয় এমন ব্যক্তিদেরও ওই ক্যাবগুলির মাধ্যমে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ক্যাব অ্যাগ্রিগেটর । সব উবের মেডিক পরিষেবার সঙ্গে যুক্ত ক্যাব চালকদের সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে । সুরক্ষা স্বার্থে ক্যাবগুলির ছাদ থেকে ফ্লোর পর্যন্ত প্লাস্টিক আবরণে আচ্ছাদিত রাখা হবে । এছাড়াও চালকদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ার দেওয়া হবে । তাঁরা যাতে যাত্রার মাঝে মাঝে ক্যাবগুলি স্যানিটাইজ় করে নিতে পারেন তার জন্য দেওয়া হবে জীবাণুনাশক ।
বেলেঘাটা ID&BG হাসাপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর জি কর মেডিকেলের মতো আরও বেশ কয়েকটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উবের মেডিক ক্যাবের সুবিধা পাবেন । উবেরের তরফে জানানো হয়েছে এই পরিষেবার জন্য ইতিমধ্যে কম্পানির তরফে 75লাখ টাকা ব্যয় করা হয়েছে । কিন্ত কীভাবে ভাড়া নির্ধারিত হবে সেবিষয়ে কিছু বলা হয়নি । মনে করা হচ্ছে সার চার্জবিহীনভাবে কম্পানি ভাড়া ঠিক করবে । কোরোনার পরিস্থিতিতে বিশ্বের এই দুঃসময়ে CEO দারা খোসরোশাহীর বিশ্বব্যাপী 10 মিলিয়ন ফ্রি রাইড দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । এই অফারটি CEO-র দারা ঘোষিত সেই প্রতিশ্রুতিরই অংশ ।