কলকাতা, 12 মে : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । বুধবার দুই বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের ইস্তফাপত্র দেন ।
সাংসদ পদেই থাকবেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । নিশীথ প্রামাণিক দিনহাটার এবং জগন্নাথ সরকার শান্তিপুরের বিধায়ক পদ ছাড়লেন । এদিন বিধানসভায় এসে তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন । দু'জনেই জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিধায়ক পদ ছাড়লেন তাঁরা ৷ বিজেপির এই দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যে বিধানসভায় বিজেপির আসন 77 থেকে কমে দাঁড়াল 75 । তবে এই দু'টি আসনে ফের উপনির্বাচন হবে ।