কলকাতা, 26 মার্চ: জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী- সব কিছু পাচার হচ্ছে বাংলাদেশে ৷ তবে, এই পাচারের সঙ্গে যুক্ত বাংলাদেশি নাগরিক ৷ তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কলকাতার বড়বাজারে চলে আসে ৷ জামাকাপড়, প্রসাধনী থেকে ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকার জিনিস কেনেন ৷ তবে বিএসএফের চোখ এড়িয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ হল ৷ বিপুল টাকার সামগ্রী-সহ বিএসএফ-এর হাতে ধরা পড়ল তারা ৷ উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পেট্রাপোল থেকে তাদের আটক করা হয় ৷ পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল কাস্টমস অফিসে জব্দকৃত সামগ্রী হস্তান্তর করা হয়েছে (BSF detained two Bangladeshi national over smuggling) ৷
সূত্রে জানা গিয়েছে, বিএসএফ আইসিপি পেট্রাপোলে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ দুই যাত্রীকে আটক করেছে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোল, 145 ব্যাটালিয়ন বিএসএফের সজাগ জওয়ানরা, 2 জন বাংলাদেশি যাত্রীকে জামাকাপড়, প্রসাধনী এবং ইলেকট্রনিক সামগ্রী-সহ আটক করেছে ৷ যেগুলি তারা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ৷ জব্দকৃত জিনিসের আনুমানিক মূল্য 4 লক্ষ 620 টাকা ৷