কলকাতা, 9 ডিসেম্বর: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের উপর নজরদারি ইডি-র ! আজ সকাল থেকে এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের 18 নম্বর শয্যার সামনে দুই সশস্ত্র সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে ৷ তার পরেই এই জল্পনা ৷ শুক্রবার রাতে 'কালীঘাটের কাকু'র বুকে ব্যাথা ওঠায় এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ-র 18 নম্বর বেডে স্থানান্তরীত করা হয় ৷ যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জানা ছিল না ৷ আদালতের নির্দেশ মতো এ দিন সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকার ইসিএসআই হাসপাতালে নিয়ে যেতে পৌঁছান আধিকারিকরা ৷ তখনই বিষয়টি জানা যায় ৷
আজ সকালে নির্ধারিত সময়ে মধ্যেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা ৷ কথা ছিল আজই কালীঘাটের কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে পরীক্ষা জন্য ৷ কিন্তু, তাঁকে যে ক্রিটিক্যাল ইউনিটের স্থানান্তরিত করা হয়েছে , সে খবর ইডি-কে জানানো হয়নি বলে সূত্রের খবর ৷ আজ পুরো পরিস্থিতি বিচার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের শয্যার সামনে সর্বক্ষণ 2 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন থাকবেন ৷
এই দুই জওয়ান সেখানকার যাবতীয় খবরাখবর ইডি আধিকারিকদের জানাবেন ৷ কারা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন ? কী কথা হচ্ছে ? অন্যত্র স্থানান্তর করা হচ্ছে কিনা ? এই সব বিষয়ে ইডি-র হয়ে নজরদারি চালাবে সিআইএসএফ ৷ মূলত দু’দফায় নজরদারি চলবে ৷ ইডি সূত্রে খবর, রাত 10টা পর্যন্ত দু’জন জওয়ান থাকবে আইসিসিইউ-র 18 নম্বর শয্যার সামনে ৷ তার পরে 10টা থেকে তাঁদের বদলে অন্য দুই জওয়ান পাহারায় যোগ দেবেন ৷