কলকাতা, 10 অক্টোবর : উত্তরপ্রদেশের হাতরসের নারী নির্যাতনের প্রতিবাদে আজ আবারও পথে নেমে সোচ্চার হল তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড । হাজরা ক্রসিং থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে জোরালো আওয়াজ তোলেন তাঁরা । মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর সঙ্গে পা মেলান মহিলা কর্মী, সমর্থকেরা ।
হাথরসের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন, মোদি সরকারকে হুঁশিয়ারি চন্দ্রিমার - হাথরসের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন তৃণমূলের
আজ তৃতীয় দিনের আন্দোলন সংঘটিত করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা । হাজরা ক্রসিং থেকে রবীন্দ্রসদন পর্যন্ত ছিল প্রতিবাদ মিছিলের গতিপথ । মিছিল শেষে কালো বেলুন উড়িয়ে হাথরসের নির্যাতিতার উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে তৃণমূলের মহিলা ব্রিগেড।
হাথরসের ঘটনা নিয়ে মোদি সরকারকে তৃণমূল কংগ্রেস সহজেই ছেড়ে দেবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশে রাজপথে নেমে লাগাতার আন্দোলনে শামিল হয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা । আজ তৃতীয় দিনের আন্দোলন সংঘটিত করলেন তাঁরা । তবে আজকের আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীদের পা মেলানোয় অন্যমাত্রা পেল । হাজরা ক্রসিং থেকে রবীন্দ্রসদন পর্যন্ত ছিল প্রতিবাদ মিছিলের গতিপথ । মিছিল শেষে কালো বেলুন উড়িয়ে হাথরসের নির্যাতিতার উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে তৃণমূলের মহিলা ব্রিগেড।
প্রসঙ্গত, এর আগে পথে নেমে নিজেই প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেছিলেন তিনি । এরপর মমতার নির্দেশে পরপর তিনটি প্রতিবাদ মিছিল সংঘটিত করল তৃণমূলের মহিলা ব্রিগেড । হাতরসের ঘটনা নিয়ে মোদি সরকার ও উত্তর প্রদেশের BJP সরকারকে শেষ দেখে ছাড়বেন বলে মিছিলে থেকে হুঁশিয়ারি দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।