পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গার ঘাটে ওত পেতে ছিল পুলিশ, গাঁজা পাচারের আগেই বমাল ধৃত দুষ্কৃতী - Drug peddler

সোমবার সন্ধ্যায় শহরের সবকটি গঙ্গার ঘাটে নজর রেখেছিল গোয়েন্দা বিভাগ । আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরি নামে 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কিলোগ্রাম গাঁজা ।

গাঁজা

By

Published : Oct 1, 2019, 2:41 PM IST

কলকাতা, 1 অক্টোবর: পাচার হবে প্রচুর গাঁজা । ব্যবহার করা হবে লঞ্চ । কলকাতা থেকে গাঁজা যাবে হাওড়ায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের অ্যান্টিনারকোটিকস সেল৷ খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ ৷ পাচারের আগেই পাচারকারীকে বমাল ধরার পরিকল্পনা সাজায় কলকাতা পুলিশ । সেই পরিকল্পনায় এল সাফল্য৷ আহিরীটোলা ঘাট থেকে পাচারের আগেই উদ্ধার হল 7 কেজি গাঁজা । গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে ।

কয়েক দিন আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে একটি গাঁজা বোঝাই লরি । উদ্ধার হয় 867 কিলোগ্রাম গাঁজা ৷ উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ওই গাঁজা ডেলিভারি দিতে এসেছিল মধ্যপ্রদেশের একটি লরি । তখন থেকেই চক্রটির বিষয়ে খোঁজ রাখা হচ্ছিল । পুলিশ জানতে পারে গঙ্গার কোনও ঘাট থেকে পাচার হওয়ার কথা ছিল ওই গাঁজার ।

পাচারকারীকে ধরতে সোমবার সন্ধ্যায় শহরের সবকটি গঙ্গার ঘাটে নজর রেখেছিল গোয়েন্দা বিভাগ । আহিরীটোলা ঘাটের কাছে রাজা চৌধুরি নামে 21 বছরের এক যুবককে আটক করে পুলিশ । তার কাছ থেকেই উদ্ধার হয় 7 কিলোগ্রাম গাঁজা । গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের বাড়ি 162/2 স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ।

ABOUT THE AUTHOR

...view details