কলকাতা, 10 অক্টোবর:রাজ্যের হাইওয়ে ও গুরুত্বপূর্ণ সড়কে মোটর ভ্যান-টোটো সহ সমস্ত তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তাই প্রতিবাদে মঙ্গলবার পরিবহন ভবনে ডেপুটেশন জমা দিল এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক এবং সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়ন ৷ পাশপাশি মোটর ভ্যান-টোটোর লাইসেন্স ও চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতির দাবিও জাননো হয় এই ডেপুটেশনে ৷
এদিন পরিবহণ ভবনে উপস্থিত আধিকারিকদের সঙ্গে প্রতিনিধি দলের কথাবার্তা হয়। আধিকারিকরা মোটর ভ্যান -টোটো চালকদের রুটি-রুজি বন্ধ না-হওয়ার আশ্বাস দেন । তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুশিয়ারি দেওয়া হয় যে, এই আশ্বাস বাস্তবায়িত না হলে বড়সড় আন্দোলনের হুমকি দেন ৷ এই প্রসঙ্গেই মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য সভাপতি ও এআইইউটিইউসি'র রাজ্য সম্পাদক অশোক দাস জানান, যে পরিবহণ দফতর থেকে গত 5 সেপ্টম্বর যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল তারই প্রতিবাদ নেমেছে অটো-টোটো সংগঠন । কারণ যদি জাতীয় এবং রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় এই যান চলতে না পারে তবে চালকদের সমস্যার পড়তে হবে । প্রায় 19 লক্ষ পরিবার বর্তমানে এই ব্যবসার সঙ্গে যুক্ত । আর এই নিয়ম লাগু হলে রুটি- রুজি জোগাড় কঠিন হয়ে পড়বে ৷
আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বাস ভাড়া বাড়ছে না', মন্তব্য পরিবহণ মন্ত্রীর