1. অন্ডালে বিস্ফোরণে মৃত 1, কারণ নিয়ে ধন্দে পুলিশ
ওই ব্যক্তির এলাকায় কোনও এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যদিও মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
2.বারুইপুরে সংযুক্ত মোর্চার সঙ্গে সংঘর্ষে মৃত্যু তৃণমূল কর্মীর, আহত উভয়পক্ষের 10
তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে বারুইপুরে বেলগাছি এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় সংযুক্ত মোর্চার কর্মীরা ৷ অন্যদিকে, সংযুক্ত মোর্চার কর্মীরা অভিযোগ জানাচ্ছে, তাদের উপরই হামলা চালিয়েছে তৃণমূল ৷
3. বিজেপির প্রচারে ঝড় তুলতে আজ আসরে 'মহাগুরু'
বিজেপি তাঁকে প্রার্থী করেনি ৷ তবে এ বার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী ৷ ভোটের আগে শেষ প্রচারে ঝড় তুলতে তাঁকে কাজে লাগাতে চায় বিজেপি ৷
4. তীব্র বাগ-বিতণ্ডাতেই রাজ্যসভায় পাশ কেন্দ্রের বিতর্কিত দিল্লি বিল
কোনও বাধা বিপত্তিতেই কাজ হল না ৷ রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি নিয়ে কেন্দ্রের আনা বিতর্কিত বিল ৷ এর প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ৷
5. কমিশনের নির্দেশে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা
প্রথম দফা ভোটের আগেই রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রিয় করল নির্বাচন কমিশন ।
6. শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর প্রধানমন্ত্রী বহিরাগত ? মমতাকে একহাত দিলীপের
নির্বাচনী মরসুমে বার বার উঠে আসছে বহিরাগত তত্ত্ব ৷ গতকাল পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে নির্বাচনী প্রচারে এসে ফের বহিরাগত ইশুতে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তৃণমূল সুপ্রিমোকে খোঁচা দিয়ে বললেন, " ইলেকশনে জেতার জন্য টিউশন মাস্টার এনেছেন বিহার থেকে ৷ শাহরুখ খানকে মুম্বই থেকে এনে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন ৷ তিনিই আবার প্রধানমন্ত্রীকে, অর্জুন সিংকে, অমিত শাহকে বহিরাগত বলছেন ৷"
7. দিনহাটায় মৃত বিজেপি নেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি বিজেপির
দিনহাটায় মৃত বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ বিজেপি । তাদের দাবি, আত্মহত্যা নয় খুন করা হয়েছে তাঁকে । একাধিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিয়োগ্রাফি সহযোগে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক ।
8. মমতাকে ব্ল্যাকমেইল করে নিজের প্রার্থী ঢোকাচ্ছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জোর খাটিয়ে নিজের পছন্দের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করেছেন অনুব্রত ৷
9. ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি বিনিয়োগ সংস্থার
চুক্তি জট কাটাতে এবার সরাসরি অবস্থান স্পষ্ট করার পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গলের বিনিয়োগ সংস্থা । গতকাল তারা ক্লাবে চিঠি পাঠিয়েছে । সেখানে জানতে চাওয়া হয়েছে, চূড়ান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে ক্লাবের অবস্থান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ।
10. অঙ্কিতার সঙ্গে শুতে চেয়েছিলেন প্রযোজক, তারপর...
কেরিয়ারে দু বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা লোখাণ্ডে ৷ অডিশনে তাঁর সঙ্গে এক প্রযোজক শুতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি ৷