পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @সকাল 11টা - টপ নিউজ় সকাল 11টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়

By

Published : Jun 29, 2020, 11:05 AM IST

1. নেপাল সীমান্ত দিয়ে ঢুকতে পারে জঙ্গি, হাই অ্যালার্ট বিহারে

বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ NIA -কে পাঠানো একটি হুমকি মেইলের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ স্পেশাল ব্রাঞ্চের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা ৷

2. অনন্তনাগে নিকেশ 3 জঙ্গি

জম্মু -কাশ্মীরের অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম 3 জঙ্গি ৷

3. সাড়ে পাঁচ লাখের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা, মৃত 16475

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 48 হাজার 318 ৷

4. শহরাঞ্চলের স্বাস্থ্য়কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা রাজ্যের

প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীরা, যাঁরা নিরলসভাবে শহরাঞ্চলে পরিষেবা দিয়ে আসছেন, তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ তৈরি করা হয়েছে । টুইটে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. এই সাপের বিষ গলিয়ে দেয় মানুষের মাংস

ব্রাজিলের স্নেক আইল্যান্ড কুয়েইমাদা গ্র্যান্ড গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের ডেরা ৷ এই সাপের বিষে মানুষের মাংস গলে যায় ৷ ঘণ্টা খানেকের মধ্যে মৃত্যু নিশ্চিত ৷ দু-একটি ব্যতিক্রম দেখা গেছে ৷

6. ফের একদিনে রেকর্ড সংক্রমণ রাজ্যে

আজ মোট 10 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে রাজ্যে কোরোনায় 639 জনের মৃত্যু হল ।

7. ভারতের সঙ্গে রাশিয়া, অ্যামেরিকার প্রতিরক্ষা সমঝোতা

বোঝা যাচ্ছে যে, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ হচ্ছে বেজিংয়ের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্খার সর্বশেষ উদাহরণ । পর্যবেক্ষকদের মতে, ইউহান শহর থেকে শুরু হওয়া COVID-19 নিয়ে যথেষ্ট তথ্য প্রকাশ না করার জন্য যখন বেজিং বিশ্বজুড়ে সমালোচনার মুখে, তখন অভ্যন্তরীণ চারে নজর ঘোরাতেই চিনা প্রেসিডেন্ট শি জিংপিং এই কৌশল ব্যবহার করছেন ।

8. সদিচ্ছার মরীচিকা তৈরি করছে পাকিস্তান, করতারপুর খোলার প্রস্তাব নিয়ে মত ভারতের

29 জুন মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকীর দিন শিখ তীর্থযাত্রীদের জন্য করতারপুর সাহিব করিডর খুলে দিতে চায় পাকিস্তান । দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানের এ নিয়ে যাত্রা শুরুর অন্তত সাতদিন আগে বিষয়টি একে অপরকে জানানো উচিত ৷ কিন্তু পাকিস্তানের তরফ থেকে মাত্র দুই দিন আগে বিষয়টি জানানো হয়েছে ।

9. "বড়লোকের বিটি লো...", কাহারের গানে গলা মেলালেন ওয়ার্নার

লকডাউনে বলিউড, টলিউডের গানে কোমর দুলিয়ে ভারতীয়দের মন জয় করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ৷ এবার নাচ ছেড়ে গানের দিকে মন দিলেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার ৷ তবে এবার কোনও হিন্দি গান নয় । বরং বাংলার লোকশিল্পী রতন কাহারের "বড়লোকের বিটি লো"-তে গলা মেলালেন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে কানে হেডফোন দিয়ে গানে ঠোঁট মেলাচ্ছেন ওয়ার্নার ৷ গান বন্ধ হতেই তাঁর আসল গলা বেরিয়ে আসে ৷ শুনে হেসে কুটোপাটি খেয়েছে তাঁর দুই মেয়ে ৷

10. সুশান্তের মৃত্যুতে বলিউডকে দায়ি করতে নারাজ 'আউটসাইডার' সোনু

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় বলিউডকে দায়ি করার ব্যাপারটা মেনে নিতে পারছেন না সোনু সুদ । তাঁর মতে, প্রত্যেকেই এই ইন্ডাস্ট্রিতে অনেক পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন, তাঁদের এমন আক্রমণ করা ঠিক নয় ।

ABOUT THE AUTHOR

...view details