1.BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, কাল 12 ঘণ্টার বনধ দলের
বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের(65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের। ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে।
2.রাজ্যে হিংসা কমার কোনও লক্ষণ নেই : রাজ্যপাল
BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজ টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷
3.বিধায়ককে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল : রাহুল সিনহা
হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য ৷ তার মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, এই হত্যার ঘটনার সঙ্গে তৃণমূল সরাসরিভাবে জড়িত ৷
আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশও ৷ নিকেশ হওয়া জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷
5.বৈঠকে না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা, হুইপ জারি কংগ্রেসের
কংগ্রেসের বিধায়কদলের যে বৈঠক আজ সকালে হওয়ার কথা রয়েছে, তাতে অবশ্যই উপস্থিত থাকতে হবে দলের সব বিধায়ককে ৷ যে বিধায়করা কোনও কারণ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মর্মে হুইপ জারি করল রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ৷