পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - top @ 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 11 টা
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Feb 6, 2021, 11:08 AM IST

1.কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন মালদায়, আজই নবদ্বীপে "পরিবর্তন যাত্রা"র সূচনায় নাড্ডা

আজ শুরু বিজেপির পরিবর্তন যাত্রা ৷ নবদ্বীপে সেই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তার আগে কৃষকদের সঙ্গে সহভোজে অংশ নেবেন তিনি ৷

2.আজ 'চাক্কা জ্য়াম': কড়া নিরাপত্তার চাদরে দিল্লি, নজরদারি সোশাল মিডিয়াতেও

আজ কৃষকদের 'চাক্কা জ্যাম' ৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের একাংশের হিংসাত্মক ঘটনার পর বাড়তি ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ ৷ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে ৷ কৃষকদের কর্মসূচি শুরু হবে আজ দুপুর 12 টা থেকে ৷ চলবে দুপুর 3 টে পর্যন্ত ৷

3.আসরে রাষ্ট্রসংঘ, সরকার ও বিক্ষোভকারীদের 'সর্বোচ্চ সংযম' পালনের বার্তা

রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর থেকে এই বিষয়ে একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, চলতি কৃষক আন্দোলনে সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষের সর্বোচ্চ সংযম আশা করছে তারা ৷

4.দু'দিনের সফরে নাড্ডা, আজ থাকবেন নবদ্বীপে পরিবর্তন যাত্রায়

দু'দিনের রাজ্য সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । আজ দিনভর থাকছে নাড্ডার ঠাসা কর্মসূচি । আজ বিকেলে নবদ্বীপে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেবেন তিনি ।

5.প্রতিবেশী দেশগুলিতে ভারতের অর্থনৈতিক প্রকল্পগুলি আটকে দিতে চিনের অপচেষ্টা

ইসিটি চুক্তি নিয়ে শ্রীলঙ্কা সরকারের ধারণা । ভারত-জাপান-শ্রীলঙ্কার মধ্যে ইসিটি চুক্তি হয়েছিল । এই চুক্তির পূর্ব ও বর্তমান পরিস্থিতির ইতি বৃত্তান্ত নিয়ে লিখেছেন বিলাল ভাট ।

6.প্রতারণার বাজেট, বললেন সুজন-মান্নান

টাকা আসবে কোথা থেকে ? বাজেটে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প ঘোষণার পরে প্রশ্ন বিরোধীদের ৷ মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থরক্ষার জন্যই এই বাজেট করেছেন, অভিযোগ বাম-কংগ্রেসের ৷

7.রথে চড়ে নাড্ডা কি পারবেন বঙ্গ বিজেপির ভাগ্য বদলাতে ?

রথযাত্রা৷ ভারতীয় জনতা পার্টির একটি ট্রেডমার্ক কর্মসূচি৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে বঙ্গ-বিজেপিও রথযাত্রার আয়োজন করেছে৷ এই কর্মসূচি কি আদৌ বিজেপিকে ভোটের বাজারে সুফল দেবে! কারণ, প্রথমবার রথযাত্রা নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এখন অতীত৷ বরং বেশ কয়েকটি নির্বাচনে রথযাত্রার সুফল পায়নি গেরুয়া শিবির৷

8.প্রথম ইনিংসে 600-700 রান তুলব, হুঙ্কার রুটের

ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন ৷ এবার সেই শতরানকে দ্বিশতরানে পরিণত করতে চান ইংল্যান্ড অধিনায়ক ৷

9.ক্যাচ মিস পন্থের, ঋদ্ধিকে ফেরানোর দাবি নেটিজেনদের

অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠেও ঋষভ পন্থের ক্যাচ ছাড়ার প্রবণতা বজায় রইল ৷ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জসপ্রীত বুমরার প্রথম বলেই ক্যাচ মিস করেন পন্থ ৷ তারপরই সোশাল মিডিয়ায় রব উঠল, পন্থ নয় উইকেটের পিছনে চাই বাংলার ঋদ্ধিমান সাহাকে ৷

10.এবার 'সুর সম্রাজ্ঞী', 'বেসুরো' ভাষায় আক্রমণ ভক্তদের, ভারতরত্ন নিয়ে উঠল প্রশ্ন

শচিনের পর ঐক্যবদ্ধ ভারত হ্যাসট্যাগে টুইট করে ভক্তদের আক্রমণের মুখে লতা মঙ্গেশকর । এক অনুরাগীর কটাক্ষ, "লতা দিদি কষ্ট করে টাইপও করেননি । মোটা ভাই যেমন পাঠিয়েছেন, তেমনই চিপকে দিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details