1.কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন মালদায়, আজই নবদ্বীপে "পরিবর্তন যাত্রা"র সূচনায় নাড্ডা
আজ শুরু বিজেপির পরিবর্তন যাত্রা ৷ নবদ্বীপে সেই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তার আগে কৃষকদের সঙ্গে সহভোজে অংশ নেবেন তিনি ৷
2.আজ 'চাক্কা জ্য়াম': কড়া নিরাপত্তার চাদরে দিল্লি, নজরদারি সোশাল মিডিয়াতেও
আজ কৃষকদের 'চাক্কা জ্যাম' ৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের একাংশের হিংসাত্মক ঘটনার পর বাড়তি ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ ৷ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে ৷ কৃষকদের কর্মসূচি শুরু হবে আজ দুপুর 12 টা থেকে ৷ চলবে দুপুর 3 টে পর্যন্ত ৷
3.আসরে রাষ্ট্রসংঘ, সরকার ও বিক্ষোভকারীদের 'সর্বোচ্চ সংযম' পালনের বার্তা
রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর থেকে এই বিষয়ে একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, চলতি কৃষক আন্দোলনে সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষের সর্বোচ্চ সংযম আশা করছে তারা ৷
4.দু'দিনের সফরে নাড্ডা, আজ থাকবেন নবদ্বীপে পরিবর্তন যাত্রায়
দু'দিনের রাজ্য সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । আজ দিনভর থাকছে নাড্ডার ঠাসা কর্মসূচি । আজ বিকেলে নবদ্বীপে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেবেন তিনি ।
5.প্রতিবেশী দেশগুলিতে ভারতের অর্থনৈতিক প্রকল্পগুলি আটকে দিতে চিনের অপচেষ্টা
ইসিটি চুক্তি নিয়ে শ্রীলঙ্কা সরকারের ধারণা । ভারত-জাপান-শ্রীলঙ্কার মধ্যে ইসিটি চুক্তি হয়েছিল । এই চুক্তির পূর্ব ও বর্তমান পরিস্থিতির ইতি বৃত্তান্ত নিয়ে লিখেছেন বিলাল ভাট ।