কলকাতা , 22 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে আগামী পাঁচদিন কলকাতা সহ রাজ্যের প্রতিটি পৌরশহরে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরই মধ্যে কালোজারি রুখতে সতর্ক থাকবে প্রশাসন ৷ চালানো হবে নজরদারি ৷
লকডাউনের সময় কালোবাজারি রুখতে তৎপর নবান্ন - কালোবাজারি
লকডাউনের সময় কালোজারি রুখতে নজরদারি চালাবে রাজ্য প্রশাসন ৷ প্রয়োজনে করা হবে কঠোর পদক্ষেপ ৷
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির উপর নজর রাখবে রাজ্যের প্রতিটি এলাকার প্রশাসন । শহর এবং শহরতলির বাজারগুলিতেও সাদা পোশাকে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে । সবজি, ফল, মাংস, মাছ, পাউরুটি, দুধ, সহ অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে কোনও রকম কালোবাজারি বরদাস্ত করবে না বলে জানানো হয়ছে প্রশাসনের তরফে ।
কালোবাজারি এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধি দেখলেই ঘটনাস্থান থেকেই আইনত কঠোর পদক্ষেপ করবে রাজ্য । আগামীকাল নবান্নে সর্বদলীয় বৈঠকের পর চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে । রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, এই প্রতিকূল পরিস্থিতিতেও কিছু অসাধু ব্যক্তি মানুষকে বিপদে ফেলতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কালোবাজারি করতে পারে । সেই কারণে টাস্ক ফোর্স তৈরি করে প্রশাসনিক আধিকারিকরাও শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে নজরদারি চালাবে ।