পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Visits Tapas: ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কুণাল গেলেন তাপসের বাড়ি, বিতর্ক জিইয়ে সুদীপ বললেন,'নো কমেন্টস' - Kunal Ghosh over TMC inner conflict

সম্প্রতি তৃণমূলের লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতার বাড়িতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন আরেক তৃণমূল নেতা তাপস রায় ৷ অশান্তি মেটাতে তাঁর বাড়ি ছুটলেন কুণাল ঘোষ (Kunal Ghosh over TMC inner conflict) ৷

Tapas Roy Sudip Banerjee Controversy
ETV Bharat

By

Published : Oct 13, 2022, 9:07 AM IST

কলকাতা, 13 অক্টোবর: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ 11 অক্টোবর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তাপস রায় । তারপরেই তাঁর বাড়িতে দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh visits TMC MLA Tapas Roy) ।

সম্প্রতি তাপস রায়ের গলায় বারেবারে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে ৷ তা জানতেই কি তড়িঘড়ি দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে পাঠানো হয়েছিল তাপস রায়ের বাড়িতে ? কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করছেন ? তাঁর মূল অভিযোগ কীসের ? তা খতিয়ে দেখতে অর্থাৎ এক ধরনের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন কুণাল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় । এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বিজেপির পুরনো নেতাদের থুতু ফেলে ডুবে মরা উচিত ! দলবদলুদের নিয়ে চলতে হবে নাকি ? তাপস রায় দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেন । সব খবর সংগ্রহ করা হচ্ছে । সমস্যা কিন্তু বিজেপির । এবার ভাবুন কী করবেন ? তাপসদার কাছে এই এলাকার সব খবর পৌঁছয় । তাপসদা শীর্ষ নেতা । দলের বহু দিনের নেতা । তাপসদার মূল্যায়ন করা উচিত ।"

তবে যেখানে শাসক শিবির চাইছে ড্যামেজ কন্ট্রোল করতে সেখানে আবার বিতর্ক টেনে আনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই । বুধবার সারাদিন নীরব থাকলেও অবশেষে একলাইনে বিবাদ জিইয়ে রেখে তিনি জানালেন, "হাতি চলে বাজার... কী একটা কথা আছে না ! নো কমেন্টস ।"

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় শাসকদলের উপ-মুখ্য সচেতক তাপস রায় (TMC MLA Tapas Roy) তাঁর নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে অভিযোগ করেন, উত্তর কলকাতার শীর্ষস্থানীয় বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ! এদিন বউবাজারের বাড়িতে তিনি জানান, দলে এমন অনেক লোক রয়েছেন, যাঁরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন । একই সঙ্গে তাঁরা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখেও চলছেন । তিনি বলেন, "দলের উচিত এদের সনাক্ত করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ।"

তিনি ঠিক কার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন, তা জানতে চাওয়া হলে তাপস রায় খোলসা করেন, "উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক কারও অজানা নয় । এবার দুর্গাপুজোয় তমোঘ্নর বাড়িতে আমন্ত্রিত ছিলেন সুদীপবাবু ।" এই পর্যন্ত শুনে কারও কোনও অভিযোগ করার কথা নয় । কিন্তু রায়বাবুর অভিযোগ, যেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিজেপি নেতার বাড়িতে যান, সেদিনই সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কল্যাণ চৌবে । সেখানে প্রকাশ্যে সুদীপ-শুভেন্দু বৈঠক হয়েছে, এমন অভিযোগ না তুললেও তিনি সন্দেহের তির ছুড়েছেন উত্তর কলকাতার সাংসদের উদ্দেশ্যে ।

আরও পড়ুন: খাদ্য বিষয়ক সংসদীয় কমিটির মাথায় সুদীপের বদলে লকেট, সমালোচনা তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details