পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের - INDIA Bloc Seat Sharing

INDIA Bloc Seat Sharing: রাজ্যে তিন শতাংশও ভোট নেই কংগ্রেসের ৷ ফলে ইন্ডিয়া জোটের আসন রফা প্রশ্নে দুইয়ের বেশি আসন ছাড়া নিয়ে আলোচনার কোনও প্রশ্নও ওঠে না বলে মত তৃণমূল কংগ্রেসের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 2:24 PM IST

Updated : Jan 12, 2024, 2:37 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলাদা করে আর বৈঠকে বসবে না তৃণমূল ৷ এমনটাই সূত্রের খবর । ফলে আসন রফা নিয়ে বৈঠকে তারা প্রতিনিধিও পাঠাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর । তৃণমূল সূত্রে খবর, আগেই এ রাজ্যের শাসকদলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসন রফার প্রশ্নে দুটির বেশি আসন এ রাজ্যের কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল।

রাজ্যের শাসকদলের এক শীর্ষ নেতার কথায়, "এ রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি । শুধু তাই নয়, তাদের ভোট শতাংশ তিন শতাংশ নিচে নেমে গিয়েছে । এই অবস্থায় দুটি আসন ছাড়ার বিষয়ে আগেই সম্মতি দিয়েছেন তৃণমূল নেত্রী । সেখানে নতুন করে আলোচনার কী আছে ।"

যদিও আগেই কংগ্রেসের একটা সূত্র থেকে জানা গিয়েছে যে, এ রাজ্যে কংগ্রেস কম করে পাঁচ-ছয়টি আসন চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের থেকে । সে ক্ষেত্রে জয়ী হওয়া দুটি আসন ছাড়া তারা দার্জিলিং, রায়গঞ্জ, মুর্শিদাবাদ ও পুরুলিয়া লোকসভা আসনটির দাবি জানাতে চায় । এর মধ্যে মুর্শিদাবাদ আসনে শেষবার জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দার্জিলিং, রায়গঞ্জ ও পুরুলিয়া সব আসনেই জিতেছিল বিজেপি ।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, প্রদেশ নেতৃত্বের দাবি মেনে এ রাজ্যের কংগ্রেসের সঙ্গে জোট আদৌও কতটা সম্ভব ! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, কংগ্রেস যদি জেতার মতো অবস্থায় থাকে, এমন আসন তাদের ছাড়তে আমার কোনও অসুবিধা নেই । বাংলায় বাস্তবে তাদের দুটির বেশি আসন নেই । খুব স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট, দুটির বেশি আসন এ রাজ্যে কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল ।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের ফল দেখলে এই রাজ্য থেকে 22টি আসনে জয়ী হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর বিজেপি পেয়েছিল 18টি আসন । সে ক্ষেত্রে কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র দুটি আসন । রাজ্যের ভোট শতাংশ ধরলে কংগ্রেস পেয়েছিল মাত্র 5.67 শতাংশ ভোট । একুশে তা আরও কমে 2.93 শতাংশ হয়ে যায় । এই অবস্থায় তাদের দুটির বেশি আসন দাবি করা অন্যায্য বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা বিষয়টা দেখছেন । তিনি বারবারই বলছেন, যেখানে যে শক্তিশালী সেখানে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক । এ রাজ্যে তৃণমূল কংগ্রেস শক্তিশালী । কংগ্রেসের উচিত আমাদের সাহায্য করা ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আসন বিন্যাস নিয়ে সরব হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "রাজ্যে দুটি আসনে জয়ের জন্য আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই । দুটি আসন নিজের দমেই জেতার ক্ষমতা রাখে কংগ্রেস ।" অধীর চৌধুরীর কথা থেকে স্পষ্ট, দুটি আসন নিয়ে জোটের পথে হাঁটতে রাজি নন তিনি । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস আসন বণ্টন নিয়ে আলোচনায় যোগ না দেওয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যের বুকেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন উঠে যাবে না তো ! যদিও গত বুধবার পশ্চিম মেদিনীপুর নিয়ে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্ডিয়া জোটে থেকেই লড়াই করবে তৃণমূল । তবে আসন নিয়ে কী হবে, তা তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে নেবেন । এই অবস্থায় দেখার যে, শেষ পর্যন্ত আসনজট রাজ্যে ইন্ডিয়া জোটের সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়ায় কি না ।

আরও পড়ুন:

  1. 'ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত', কেন শুভেন্দুকে ছাড় ? প্রশ্ন কুণালের
  2. নীতীশের জেডিইউ প্রধান হওয়ায় 'ইন্ডিয়া' জোট প্রভাবিত নয়, দাবি কংগ্রেসের
  3. আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !
Last Updated : Jan 12, 2024, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details