কলকাতা, 7 অক্টোবর : ধর্মগুরুর কোপে তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ অ-হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়া সত্ত্বেও দুর্গাপুজোয় অংশগ্রহণ করায় নুসরতের তীব্র নিন্দা করেন তিনি৷ হুঁশিয়ারিও দেওয়া হয় টলিউড অভিনেত্রীকে ৷ তিনি বলেছেন, নুসরতের উচিত তাঁর নাম ও ধর্ম পরিবর্তন করা কারণ তিনি নাকি আচরণের মাধ্যমে অবমাননা করেছেন একটি বিশেষ ধর্মকে ৷
এর আগেও বসিরহাটের সাংসদ নুসরতের সিঁদুর ও মঙ্গলসূত্র পড়া নিয়েও মুসলিম মৌলবিরা আপত্তি তুলেছিলেন ৷ নিন্দা করেছিলেন ৷ আজ দারউল-উলুম-দেওবন্দের মৌলবি মুফতি আসাদ কাজ়মি বলেন, "তিনি যা করেছেন সেটা 'হারাম' (পাপ) ৷ তিনি বিয়েও করেছেন অন্য ধর্মে ৷ তাঁর উচিত নিজের নাম ও ধর্ম পরিবর্তন করা ৷ ধর্মের অবমাননা করেছেন তিনি৷ "
গতকাল সুরুচি সংঘে গিয়েছিলেন নুসরত । তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও । ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও ৷ নুসরতের ঢাক বাজানোর একটি ভিডিয়ো ভাইরালও হয় সোশাল মিডিয়ায় ৷ প্রত্যেকেই প্রশংসা করেন নুসরতের ৷
নুসরত অবশ্য পরে সাংবাদিকদের জানান, তিনি সকলের শান্তি ও মঙ্গলকামনায় পুজোয় অংশ নেন ৷ বলেন, ''বাংলায় আমরা সবাই একসঙ্গে সব উৎসব পালন করি ৷ আমি কোনও বিতর্কের ধার ধারি না ৷ কোনও বিতর্ক কি আমায় ছুঁতে পেরেছে? না ৷ "
লেখিকা তসলিমা নাসরিন যদিও পাশে দাঁড়িয়েছেন নুসরতের৷ তিনি লিখেছেন, ''অ-মুসলিম হয়েও মমতা ব্যানার্জি যখন হিজ়াব পড়ে উপাসনা করেন তখন মৌলবিরা খুশি হন ৷ বলেন তিনি ধর্মনিরপেক্ষ আচরণ করছেন ৷ কিন্তু নুসরত জাহান পুজা মণ্ডপে গিয়ে অঞ্জলি দিলে ক্ষু্ণ্ণ হন ধর্মগুরুরা৷''
অন্যদিকে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তরপ্রদেশ শাহি ওয়াকফ বোর্ডের বোর্ডের ওয়াসিম রিজ়ভি নুসরতের সমর্থনে বলেন, হিন্দু বিয়ের প্রতীক হিসেবে সিঁদুর, টিপ বা মঙ্গলসূত্র নুসরত পরতেই পারেন ৷ "ইসলাম তাঁকে এসব পরতে বাধা দেয় না ৷ কোনও সমস্যা নেই ৷ "
মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে সংসদে শপথ নিয়েছিলেন নুসরত । সে সময় বিভিন্ন ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন । পরে টুইট করে অবশ্য সব বিতর্কের জবাব দেন অভিনেত্রী । তিনি লিখেছিলেন, 'আমি সারা দেশের প্রতিনিধিত্ব করি । যা ধর্ম, জাতির থেকে সম্পূর্ণ আলাদা । আমি সব ধর্মকে সমানভাবে সম্মান করি । আমি কী পরব তা নিয়ে অন্যদের মন্তব্য করা উচিত নয় ।' যদিও এই ধর্মগুরুর মন্তব্যের প্রেক্ষিতে নুসরতের কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও৷