কলকাতা, 13 সেপ্টেম্বর: ইডির কার্যালয়ে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকাল সাড়ে 11টা নাগাদ তিনি ইডির কার্যালয়ে হাজিরা দিতে যান ৷ এদিকে আজ তাঁকে কী কী প্রশ্ন করা হতে পারে তার আভাষ পাওয়া গিয়েছে ইডি সূত্রে। জানা গিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা সম্পর্কে তিনি কী জানেন তা জানতে চায় ইডি। কারণ ইতিমধ্যে একটি প্রেস বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওই কোম্পানির সিইও ছিলেন ৷ এদিকে ওই এক সংস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডিরেক্টর পদে আসীন ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে চান, ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কখনও কোনও সাক্ষাৎ হয়েছিল কি না ? পাশাপাশি তদন্তকারীরা জানতে চান, রাজ্যে এত বড় শিক্ষক দুর্নীতি জাল বিস্তার করা হয়েছে ৷ তৃণমূলেরই একজন মহাসচিব তথা শিক্ষামন্ত্রী ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ৷ সেই খবরে দলের মধ্যে কোনও আভাস পাওয়া গিয়েছিল কি না ?
গ্রেফতারির আগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সংবাদমাধ্যমের সামনে একাধিকবার মন্তব্য করেছিলেন, "কেউ আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারবে না ৷ আমার সাহেবকে কেউ কখনও ছুঁতে পারবে না ।" এতটা আত্মবিশ্বাস কোথা থেকে পেয়েছিলেন সুজয় কৃষ্ণ ? অর্থাৎ শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দার ৷