পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম বিরোধী শূন্য নির্বাচন দেখেননি, দাবি তৃণমূল মন্ত্রী শোভনদেবের

আজ বহু প্রতীক্ষিত কলকাতা পৌরভোট ৷ কিন্তু এই নির্বাচনে নাকি বিরোধীদের ধারেকাছে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানালেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (TMC Minister Sovandeb Chattopadhyay claims of no opposition presence in KMC Election 2021) ৷

TMC Minister Sovandeb Chattopadhyay
তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

By

Published : Dec 19, 2021, 7:29 AM IST

Updated : Dec 19, 2021, 8:24 AM IST

খড়দা, 19 ডিসেম্বর : "প্রায় 1962 থেকে রাজনীতিতে নেমেছি, এরকম বিরোধীশূন্য নির্বাচন কখনও দেখিনি", কলকাতা পৌরভোটের আগের দিন রাজ্যে বিরোধীদের প্রসঙ্গে এমন মন্তব্য করলেন খড়দার বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, এবার বিরোধীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না (TMC Minister Sovandeb Chattopadhyay claims of no opposition presence in KMC Election 2021) ৷

একুশের কলকাতা পৌরভোটে নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "নির্বাচন কমিশন এবার খুব সিরিয়াস ৷" আর পাশাপাশি তাঁর দল ঘাসফুলও ৷ কলকাতা পৌরভোটে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দলও এবার নির্বাচনে খুবই সিরিয়াস । আমরা চাই নির্বাচন সুষ্ঠু ভাবে হোক ৷"

তাঁর মতে জনগণের মতামত কী, সেটা জানা দরকার ৷ তাই "গায়ের জোরে ভোট করে পরবর্তীকালে মানুষের মনোভাবটা বোঝা যায় না ।" এর সপক্ষে তিনি এবারের নির্বাচনে বিরোধীদের প্রচারে কোনও ভাবে বাধা না দেওয়ার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি বলেন, "আমি বলেছিলাম বিরোধীদের কোনও প্রচারে বাধা দেওয়া যাবে না ৷ গণতন্ত্রে মানুষের কথাই গুরুত্বপূর্ণ ৷ মানুষ যদি ভোট দিতে না পারে, পরের বার আমাদের হারিয়ে দেবে ৷ সুযোগ পেলেই হারিয়ে দেবে", বললেন কৃষিমন্ত্রী ৷

বিজেপি ভুয়ো ভোট দিতে এলে, সে বিষয়টি দেখবে পুলিশ, তৃণমূলের কোনও কর্মী নয়, আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়

আরও পড়ুন : KMC Election 2021 : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট

ভোটের কেন্দ্রীয় বাহিনীর আলাদা করে কোনও প্রয়োজন নেই ৷ কারণ কেন্দ্রীয় বাহিনী কিছু করে না, জানালেন প্রবীণ তৃণমূল নেতা ৷ এই প্রসঙ্গে শোভনদেব বলেন, "ভোট মেশিনারি যাঁরা করেন, তাঁরা জানেন কেন্দ্রীয় বাহিনী থাকলেও কী করা যায়, না যায় । আমি নিজেও জানি ৷" তিনি মনে করেন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই ৷

তাঁর আশা রাজ্যের বাহিনী যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ তারা আজ নির্বিঘ্নে ভোট করবে ৷ "দলের পুরো নির্দেশ দেওয়া আছে, কেউ কোনও গণ্ডগোল করতে পারবে না ৷ কোথাও কোনও অশান্তি যাতে না হয়, তার দায়িত্ব নেবে পুলিশ ৷ বিজেপির কেউ ভুয়ো ভোট দিতে এলে, সে বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে ৷" তিনি আশ্বাস দিলেন, এরকম কোনও ঘটনা ঘটলেও তৃণমূলের কেউ তাদের আঘাত করবে না ৷ তারা পুলিশকে জানাবে, তাদের হাতে তুলে দেবে ৷ এরপর পুলিশ যা করবার করবে ৷ দলের কঠোর নির্দেশে কর্মীরা নিজে থেকে অন্য কোনও হিংসাত্মক পদক্ষেপ করবে না বলে জোর দিয়ে জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

কলকাতা পৌরভোটের সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "মানুষ একটা টার্গেট নিয়ে এগোয় ৷ গণতন্ত্রকে রক্ষা করতে গেলে এটাকে একটা প্র্যাকটিসে পরিণত করতে হবে ৷"

Last Updated : Dec 19, 2021, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details