কলকাতা, 7 অক্টোবর: কলকাতার রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজও অব্যাহত ৷ তরুণ নেতাদের উপস্থিতিতে গান-বাজনার মধ্যে দিনে শুরু হয় ধরনার তৃতীয় দিন ৷ এ দিকে, আজই দার্জিলিং-এর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল ৷
100 দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের থেকে বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে তৃণমূলের অবস্থানের আজ তৃতীয় দিন । ধরনায় প্রথম দিন থেকেই নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ধরনা মঞ্চে আছেন মনরেগা প্রকল্পের কর্মীরা, আছেন তৃণমূল নেতা বৈশ্বনর চট্টোপাধ্যায় ও তৃণমূল ছাত্র পরিষদের একদল ছেলে-মেয়ে । আজ শনিবার গানের মাধ্যমে অবস্থানের তৃতীয় দিনের অনুষ্ঠানিক ভাবে শুরু হয় । জয়ী ব্যান্ডের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরুণ তুর্কিরা আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছেন ।
এ দিকে, আজই দার্জিলিং-এর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা রয়েছে তৃণমূল নেতৃত্বের । দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করার জন্য অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও প্রদীপ মজুমদার শনিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন । 100 দিনের বকেয়া টাকা-সহ রাজ্যের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ করবেন তাঁরা ।
আরও পড়ুন:তৃণমূলের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল, অভিষেক বললেন ধরনা চলবেই
তৃণমূলের প্রতিনিধিরা যখন দার্জিলিং-এর রাজভবনে দরবার করবেন, তখন একইসঙ্গে কলকাতার রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ জারি থাকবে । কারণ অভিষেক ইতিমধ্যেই স্পষ্ট বলেছেন, "যাত্রা দীর্ঘ হতে পারে, পথ কঠিন হতে পারে, কিন্তু আমি বাংলার মানুষের সঙ্গে একসঙ্গে পথ হাঁটতে বদ্ধপরিকর । আমাদের আত্মা জ্বলছে এবং আমাদের সংকল্প অটুট । রাজ্যপাল পালিয়ে গিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠের ভয়ে । তাঁর কাপুরুষতা কি আমাদের থামাবে ? কখনওই না ! আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব ।"
অভিষেকের ধরনায় তরুণ প্রজন্ম ফলে, আজ দার্জিলিং রাজভবনের বৈঠকে মহুয়া মৈত্রদের রাজ্যপালের সঙ্গে কী কথা হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তার উপরেই নির্ভর করছে অভিষেকের কর্মসূচির পরবর্তী পদক্ষেপ ৷ প্রয়োজনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে পারে তৃণমূল কংগ্রেস ।
100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে সদলবলে দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ অপেক্ষার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ । পরে প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলে তৃণমূল নেতৃত্বকে পুলিশ আটক করে বলে অভিযোগ ৷ তবে তাতে থেমে না গিয়ে, রাজ্যের রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের অনুপস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়ার জন্য শাসকদলকে রাজ্যের বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ৷ এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা না-করা পর্যন্ত রাজভবনের সামনে লাগাতার ধরনার কর্মসূচি গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷