কলকাতা, 10 ডিসেম্বর: লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ ইস্যুতে এ রাজ্যের কংগ্রেস নেতাদের উদ্দেশে কড়া আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কংগ্রেস নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, "গোটা রাজ্যে গোপনে বিজেপির সঙ্গে আঁতাত করে। ক্ষমতা থাকলে মহুয়ার প্রশ্নে বিজেপিকে সমর্থন করে দেখান। তার পরিণতি কী হয় তা লোকসভা নির্বাচনে বুঝতে পারবেন।"
প্রসঙ্গত, লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর তাঁর পাশে দাঁড়ানো নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। সেখানে স্পষ্টতই তিনি বুঝিয়ে দিয়েছেন, সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো আসলে তাদের বাধ্যবাধকতা। তিনি বলেন, "কংগ্রেস বা অধীর চৌধুরী দয়া করছেন না। সদ্য সমাপ্ত নির্বাচনে তিন রাজ্যে হেরে এসেছে কংগ্রেস। গ্লানিতে ভুগছে, মুখ দেখাতে পারছে না। মহুয়ার প্রশ্নে তৃণমূল যে বিজেপির স্বৈরতান্ত্রিক আঘাত সহ্য করেছে তার উপর দাঁড়িয়েই কিন্তু আবার ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে অধীর চৌধুরীর যদি ক্ষমতা থাকে বড় বড় কথা না-বলে প্রকাশ্যে বিজেপির দালালি করুন।"