পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহুয়ার পাশে দাঁড়ানোটা বাধ্যবাধকতা, বিজেপির দালালি করতে বলে অধীরকে তোপ কুণালের - বহিষ্কৃত তৃণমূল সাংসদ

Kunal Ghosh Attacks Congress: লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর তাঁর পাশে দাঁড়ানো নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। সেখানে স্পষ্টতই তিনি বুঝিয়ে দিয়েছেন, সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো আসলে তাদের বাধ্যবাধকতা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 4:41 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ ইস্যুতে এ রাজ্যের কংগ্রেস নেতাদের উদ্দেশে কড়া আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কংগ্রেস নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, "গোটা রাজ্যে গোপনে বিজেপির সঙ্গে আঁতাত করে। ক্ষমতা থাকলে মহুয়ার প্রশ্নে বিজেপিকে সমর্থন করে দেখান। তার পরিণতি কী হয় তা লোকসভা নির্বাচনে বুঝতে পারবেন।"

প্রসঙ্গত, লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর তাঁর পাশে দাঁড়ানো নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। সেখানে স্পষ্টতই তিনি বুঝিয়ে দিয়েছেন, সাংসদ পদ খারিজের পর অধীর চৌধুরীর মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো আসলে তাদের বাধ্যবাধকতা। তিনি বলেন, "কংগ্রেস বা অধীর চৌধুরী দয়া করছেন না। সদ্য সমাপ্ত নির্বাচনে তিন রাজ্যে হেরে এসেছে কংগ্রেস। গ্লানিতে ভুগছে, মুখ দেখাতে পারছে না। মহুয়ার প্রশ্নে তৃণমূল যে বিজেপির স্বৈরতান্ত্রিক আঘাত সহ্য করেছে তার উপর দাঁড়িয়েই কিন্তু আবার ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে অধীর চৌধুরীর যদি ক্ষমতা থাকে বড় বড় কথা না-বলে প্রকাশ্যে বিজেপির দালালি করুন।"

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছিলেন, পুলিশকে দিয়ে তাঁকে হারানোর সবরকম চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এদিন এর জবাবও দিয়েছেন কুণাল। তিনি বলেন, "চব্বিশের নির্বাচন পরিচালনা করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ বুথ থেকে শুরু করে সব কিছুর নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেখানে পুলিশের ভূমিকা কী !" কুণাল ঘোষের অভিযোগ, "আসলে অধীর চৌধুরী মানুষকে ভয় পাচ্ছেন। মানুষের রায়ের উপর তার আস্থা নেই। আর তাই নির্বাচনের আগে থেকেই বিভিন্ন গান গাইছেন।" কুণালের কথায়, "এভাবে আর যাই হোক নিজের হার বাঁচানো যাবে না।"

আরও পড়ুন:

  1. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. ফিরছে হকারদের বাড়বাড়ন্ত, গড়িয়াহাট মডেল বিফলে ! পুলিশকে চিঠি দিতে নির্দেশ মেয়র ফিরহাদের
  3. উন্নত ভারত গড়ার লক্ষ্যে রাজভবনে 'বিকশিত ভারত' প্রতিযোগিতা

ABOUT THE AUTHOR

...view details