কলকাতা, 1 জানুয়ারি:তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ বছরের প্রথমদিনই কলকাতায় গোষ্ঠীদ্বন্দ্ব ৷ একই ওয়ার্ডে দু'পক্ষের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় আহত দুই গোষ্ঠীর প্রায় 10-12 জন ক্যাডার ৷ খবর অনুযায়ী, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের 89 নম্বর ওয়ার্ডে রবিবার রাত বারোটার পর এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় । অভিযোগ বর্ষবরণ এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য চারু মার্কেট এলাকায় তৃণমূলের দলীয় পতাকা লাগানো হচ্ছিল । সেই পাতাকা লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে ৷
অভিযোগ তৃণমূলেরই একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীকে পতাকা লাগাতে বারণ করে । এই নিয়ে একই রাজনৈতিক দলের দু'টি গোষ্ঠীর মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় । এরপর আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। অভিযোগ ততক্ষণে এলাকায় এসে পড়ে একটি গোষ্ঠীর বাইকবাহিনী ৷ একশোরও বেশি যুবক এসে অন্য গোষ্ঠীটিকে মারধর করতে শুরু করে দেয় । কার অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটলো সেটি এখনও স্পষ্ট নয় ।