কলকাতা, 11 জুলাই: 2018 সালের ধারা বজায় রেখে এবারের ত্রিস্তর পঞ্চায়েতের ফলেও উঠেছে সবুজ ঝড় । গ্রাম বাংলার দিকে দিকে ফুটেছে ঘাসফুল ৷ ভোটে সাধারণ মানুষের এই সমর্থনে আপ্লুত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার টুইটারে রাজ্যের সাধারণ মানুষকে এই জয় উৎসর্গ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে এদিন রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
তবে এদিন যেহেতু পঞ্চায়েতের গণনা পুরোপুরি সম্পন্ন হয়নি, সার্বিক ফল প্রকাশ হতে হতে বুধবার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সে কারণে আনুষ্ঠানিকভাবে কোনও সাংবাদিক সম্মেলন করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এদিন বিকেলে রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অপর মুখপাত্র তাপস রায় । তারাই সাধারণ মানুষকে এই সমর্থনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন । পরবর্তীতে অবশ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে জানান, এদিনের এই জনমত আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনগণের আস্থার প্রকাশ । আর সে কারণেই তিনি "নো ভোট টু মমতা"-কে 'নাউ ভোট ফর মমতা'য় পরিণত করার জন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ।