পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনরেগায় জব কার্ড হোল্ডারদের একাংশকে অভিষেকের টাকা দেওয়া নিয়ে কুণাল-রাহুল তরজা - Rahul Sinha

TMC-BJP War of Words on MGNREGS Dues: যাঁরা দিল্লিতে গিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন, 100 দিনের কাজের সেই জবকার্ড হোল্ডারদের বকেয়া নিজের সাংসদপদের বেতন থেকে মেটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে রাজনৈতিক তরজায় জড়ালেন বিজেপির রাহুল সিনহা ও তৃণমূলের কুণাল ঘোষ ৷

Rahul Sinha-Kunal Ghosh
Rahul Sinha-Kunal Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 4:53 PM IST

কলকাতা, 27 নভেম্বর: 100 দিনের জবকার্ড হোল্ডারদের কেন্দ্র টাকা না দিলে, তাঁদের নিজের পকেট থেকে টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার জানা গিয়েছে যে তিনি প্রতিশ্রুতি পালন করেছেন ৷ আর সেই নিয়েই রাজনৈতিক উত্তাপ ছড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ৷ বিজেপির রাহুল সিনহার মতে, এই পদক্ষেপ আসলে ভোটের কথা ভেবে করা হয়েছে ৷ অন্যদিকে তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি পাগলের প্রলাপ বকছে ৷

উল্লেখ্য, এই মুহূর্তে 100 দিনের বকেয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । শাসক দল তৃণমূল কংগ্রেস যখন এই ইস্যুকে সামনে কেন্দ্রের বিরুদ্ধে জনমত তৈরিতে সচেষ্ট, ঠিক তখন রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি আবার এই একই ইস্যুতে তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণে বদ্ধপরিকর । বকেয়ার দাবিতে দিল্লিতে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতাতেও ধরনা দিয়েছেন ৷ আবার এর পালটা হিসেবে যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে সভা করতে চলেছে বিজেপি ৷ আগামী 29 নভেম্বর কলকাতায় সেই সভায় অমিত শাহ উপস্থিত থাকবেন ৷

এই পরিস্থিতিতে নিজের বেতন থেকে তাঁর সঙ্গে দিল্লিতে গিয়ে আন্দোলন করা বঞ্চিতদের টাকা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেকের এই পদক্ষেপকে ভোটমুখী স্ট্যান্ট বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা । তাঁর কথায়, ভোটের কথা ভেবে এসব করা হচ্ছে ।

তিনি বলেন, ‘‘নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছে তৃণমূলের । ততই চিন্তা বাড়ছে অভিষেকের । এই কারণে কিছু টাকা 100 দিনের নাম নাম করে দেওয়া হচ্ছে । যদি সত্যিই মানুষকে টাকা দিতে হয়, তাহলে 100 দিনের টাকা যারা চুরি করেছে, যার ভাগ রাজ্য পর্যন্ত এসেছে, সেই টাকাটা ফিরিয়ে দেওয়া হোক । যে টাকা অসাধু উপায়ে রোজগার করেছেন তৃণমূল নেতারা, সেটা ফিরিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় । সেটা না করে একাংশকে টাকা দেওয়ার অর্থ আগামী নির্বাচনকে ওরা ভয় পাচ্ছে ।’’

যদিও এর পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বিজেপির এই বক্তব্যকে পাগলের প্রলাপ বলে আখ্যা দিয়েছেন । তিনি বলেন, ‘‘বিজেপির প্রতিহিংসার রাজনীতি, ট্রেন বাতিল সত্ত্বেও কষ্ট করে বাসে যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন, তাঁদের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কেন্দ্র টাকা না দিলেও নিজের সাংসদের বেতন থেকে তিনি তাদের টাকা দেবেন ৷ সেই মতো কথা রেখেছেন তিনি । এক্ষেত্রে বিরোধীরা পাগলের প্রলাপ বকছেন । গণ আন্দোলন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির থেকে শিখতে হবে না ।’’

আরও পড়ুন:

  1. কথা রাখলেন অভিষেক, শাহি সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!
  2. বকেয়া আদায়ে বিজেপির সুকান্তকে ফোন করার পরামর্শ অভিষেকের
  3. কেন্দ্রের বকেয়া আদায়ে জনস্বার্থ মামলা নয় কেন? দিল্লি যাওয়ার আগে প্রশ্ন অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details