পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mithun Trains Guns at Kunal: 'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের - এলি তেলি গঙ্গারাম

কুণাল ঘোষকে (Mithun Trains Guns at Kunal) 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ প্রজাপতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, তাঁর মৃত্যু পর্যন্ত কেউ তাঁর টিআরপি নামাতে পারবেন না ৷

Mithun Chakraborty and Kunal Ghosh ETV Bharat
কুণাল ও মিঠুন

By

Published : Jan 10, 2023, 1:21 PM IST

Updated : Jan 10, 2023, 2:35 PM IST

দমদম বিমানবন্দরে মিঠুন

কলকাতা, 10 জানুয়ারি: মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি প্রজাপতি (Projapoti) নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কিছু কম হয়নি ৷ এই ছবিতে তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ মিঠুনের জন্যই দেবের ওই ছবি ফ্লপ করেছে বলে দাবি করে তিনি সরাসরি তোপ দেগেছিলেন ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন বিজেপির তারকা নেতা ৷ কুণাল ঘোষকে (Mithun Trains Guns at Kunal) 'এলি তেলি গঙ্গারাম' বলে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, যতই চেষ্টা করা হোক, তাঁর মৃত্যু পর্যন্ত কেউ তাঁর টিআরপি নামাতে পারবেন না ৷

ত্রিপুরায় ভোট প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নেমে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল মিঠুন চক্রবর্তীকে ৷ তাঁকে প্রজাপতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁর সমালোচকদের প্রতি ৷ তিনি বলেছেন, "আমার টিআরপি কোনওদিনই কমানো যাবে না । আমার টিআরপি নামাতে চেয়েছিলি । আমার মরা পর্যন্ত সেটা পারবি না ।"

এরপরই তাঁকে নিয়ে কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহাগুরু বলেন, "আমি এলি তেলিদের কথার জবাব দিই না । ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না ।‌" উল্লেখ্য, প্রজাপতিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ ৷ তিনি বলেছিলেন, মিঠুনের জন্যই প্রজাপতি ফ্লপ হয়েছে ৷ তাঁর জায়গায় দেব পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে অনেক ভালো করতেন ৷ মিঠুনকে নেওয়াটা দেবের আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে বলে মন্তব্য করেন কুণাল ৷

আরও পড়ুন:'মিঠুনদার ফ্লপ অভিনয়', প্রজাপতি বিতর্কে নয়ামাত্রা যোগ কুণালের

যদিও তাঁর এই মন্তব্যকে সর্বসমক্ষে খারিজ করে দিয়েছেন দেব ৷ তিনি বলেছেন, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না ৷ তাই এটা তাঁর উপরই ছেড়ে দেওয়া উচিত ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রজাপতি ছবির একটি দৃশ্যও পোস্ট করেন দেব ৷ ক্যাপশনে লেখেন 'এমনি'৷ এই পোস্টের মাধ্যমেই দেব কুণালের মতো সমালোচকদের জবাব দিয়েছেন বলে মনে করে রাজনৈতিক মহল ৷

ত্রিপুরায় প্রচারের জন্য বিজেপির স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তী । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থেকে এই দায়িত্ব পাওয়ার পরই মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছন অভিনেতা ৷ তবে ত্রিপুরায় গিয়ে তিনি কী বার্তা দেবেন, সে বিষয়ে কিছু বলতে চাননি মিঠুন চক্রবর্তী । মঙ্গলবার সন্ধ্যায় তিনি ত্রিপুরায় পৌঁছবেন । বুধবার ত্রিপুরাতে তেলিয়ামুড়ায় বিজয় সঙ্কল্প মিছিলে উপস্থিত থাকবেন বিজেপির তারকা নেতা । বুধবারই মজলিশপুর মণ্ডলে ‘জন বিশ্বাস র‌্যালি’তেও থাকবেন মিঠুন ।

Last Updated : Jan 10, 2023, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details