পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: ত্রিস্তরীয় নিরাপত্তায় পঞ্চায়েতের ভোট গণনা, সিসিটিভি ক্যমেরার নজরদারি - কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আজ সকাল 8টায় শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া ৷ 22টি জেলায় 339টি কেন্দ্রে গণনা চলছে ৷ প্রতিটি কেন্দ্রে থাকছে এক কোম্পানি অর্থাৎ 80 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান ৷ রয়েছে সিসিটিভি ৷ মোবাইল ফোন নিয়ে একমাত্র রিটার্নিং অফিসারই গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

By

Published : Jul 11, 2023, 11:11 AM IST

Updated : Jul 11, 2023, 12:27 PM IST

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

কলকাতা, 11 জুলাই: আজ সকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ গত একমাসে এই ভোটকে কেন্দ্র করে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ তাই মঙ্গলবার ত্রিস্তরীয় নির্বাচনের ভোটগণনার দিন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন বিশাল নিরাপত্তাবাহিনীর বন্দোবস্ত করেছে ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 22টি জেলায় 339টি গণনাকেন্দ্রে পঞ্চায়েতের ভোটগণনা চলছে ৷ প্রতিটি কেন্দ্রে প্রায় এক কোম্পানি করে জওয়ান মোতায়েন রয়েছে ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি ৷ গণনাকেন্দ্রের একেবারে ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ মধ্যে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং বাইরের স্তরে পাহারায় রয়েছে বাংলার পুলিশ বাহিনী ৷

এছাড়া প্রতিটি ভোটগণনা কেন্দ্রে সিসিটিভি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে ৷ ভোটকর্মীরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না ৷ রিটার্নিং অফিসারই শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন ৷ কমিশনের অনুমোদিত ব্যক্তি ছাড়া আর কেউ গণনাকেন্দ্রের মধ্যে ঢুকতে পারবেন না ৷

আরও পড়ুন: স্ট্রং রুমে আইসি-বিডিও, প্রশাসনের সাহায্যে ব্যালট বক্স চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই টালবাহানা চলছিল ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতয়েনের বিষয়টি নিশ্চিত হয় ৷ সুপ্রিম কোর্টও তাতে সিলমোহর দেয় ৷ সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠায় ৷ এর মধ্যে কমিশন অতিরিক্ত 483 কোম্পানিকে নিজের কাছে রেখেছে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে তাদের মোতায়েন করা হতে পারে ৷

গালা সিল বন্ধ ব্যালট বক্স এক এক করে খুলে ভোট গণনা হচ্ছে ৷ পঞ্চায়েত ভোটাররা প্রত্যেকে 3জন প্রার্থীকে ভোট দিয়েছেন- গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদ ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের গণনা কেন্দ্র বালুরঘাট কলেজ ৷ গণনা কেন্দ্র থেকে 100 মিটার দূরে পর্যন্ত ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে ৷ প্রার্থী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা চেকিং করে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: গণনার দিন ভাঙড়ে রাজ্যপাল, ভোট-হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিভি আনন্দ বোস

কোচবিহারে গণনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ গণনা নিয়ে ঝামেলা বাধে ৷ ব্যালট ছিঁড়ে ফেলা হয় এবং তাতে কালো কালি লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় গ্রেফতার হন ৷ অশান্তির ঘটনা ঘটেছে নদিয়াতেও ৷ জেলার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যামন্দিরের স্ট্রংরুমে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

Last Updated : Jul 11, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details