পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগ দিয়ে পার পাওয়া যাবে না, তৃণমূলের কড়া টুইট - বিজেপি

"কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে BJP-তে যোগ দিয়ে যাঁরা ভাবছেন তাঁদের অপরাধ ধুয়ে-মুছে যাবে, তাঁরা ভুল করছেন ।" দলবদল করে যারা BJP-তে গেছেন, এবার তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস ।

ফাইল ফোটো

By

Published : Jun 23, 2019, 8:28 PM IST

কলকাতা, 23 জুন : দলবদল করে যারা BJP-তে গেছেন, এবার তাঁদের উদ্দেশ্যে টুইটে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে আজ একটি পোস্ট করা হয়েছে । সেখানে লেখা হয়েছে, "কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়ে যাঁরা ভাবছেন তাঁদের অপরাধ ধুয়ে-মুছে যাবে, তাঁরা ভুল করছেন ।"

লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র ভালো ফলের পর তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে । রাজ্যে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া অব্যাহত । যা নিয়ে দলীয় সভায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলত্যাগ ঠেকাতে কড়া বার্তাও দিয়েছেন তিনি । এবার টুইটে দলের তরফে দেওয়া হল কড়া বার্তা ।

টুইটে লেখা হয়েছে, পঞ্চায়েত ও পৌরসভা থেকে যারা BJP-তে যোগ দিয়েছেন তাঁরা কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে দলত্যাগ করেছেন । তাঁরা আশা করছেন , এভাবেই তাঁরা বুঝি অপরাধ করে পার পেয়ে যাবেন । কিন্তু, তাঁরা ভুল করছেন ।"

টুইটে আরও লেখা হয়, "যদি কেউ খারাপ কিছু করেন, তার ফল অবশ্যই তাঁকে পেতে হবে, তা সেই ব্যক্তির পেছনে যতই BJP-র সমর্থন থাকুক না কেন ।"

ABOUT THE AUTHOR

...view details