ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু'হাজার টাকা বেশি অনলাইনে ট্যাক্স দিতে গেলে লাগবে না সার্ভিস চার্জ : ফিরহাদ - ফিরহাদ

ফিরহাদ হাকিম বলেন, "এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে । RBI আইন অনুসারে ডেবিট কার্ডে অনলাইনে 2000 টাকা পেমেন্ট করলে সার্ভিস ট্যাক্স কাটা হয় । সার্ভিস ট্যাক্স আমরা কখনই পৌরনিগমের গ্রাহকদের থেকে নেব না । তাই এই সার্ভিস ট্যাক্স এবার থেকে কলকাতা পুরনিগম দেবে ।"

ফিরহাদ
author img

By

Published : Aug 21, 2019, 8:43 PM IST

Updated : Aug 21, 2019, 11:14 PM IST

কলকাতা, 21 অগাস্ট :এবার থেকে পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সার্ভিস ট্যাক্স দিতে হবে না কলকাতাবাসীকে ৷ আজ একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এতদিন পর্যন্ত ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকার বেশি অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যেত না কলকাতা পৌরনিগমে । তার কারণ 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে মাধ্যমে দিতে গেলেই একটা সার্ভিস ট্যাক্স কাটা হয় । RBI-এর আইন অনুযায়ী এই টাকা কাটা হত । এতদিন এই সার্ভিস ট্যাক্সকে দেবে সেই প্রশ্নে 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে নিত না কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে 2000 টাকার ওপর অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যাবে । সেই ক্ষেত্রে গ্রাহকদের কোন সার্ভিস ট্যাক্স দিতে হবে না ।

ভিডিয়োয় শুনুন ফিরহাজ হাকিমের বক্তব্য

এস সি মল্লিক রোড, 100 ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ ঘোষ আজ টক টু মেয়রে ফোন করে অভিযোগ করেন, কলকাতা পৌরনিগমে ডেবিট কার্ডের মাধ্যমে দু'হাজার টাকা পর্যন্ত দেওয়া যায় ৷ এর উপর কলকাতা পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যায় না ৷ ফলে পৌরনিগমের ট্যাক্স জমা দেওয়ার জন্য লম্বা লাইনে লেগে যায় ৷ সেই লাইনে দাঁড়িয়ে থেকে ট্যাক্স জমা দিতে হয় । এই অভিযোগ শোনার পর ফিরহাদ বলেন, "এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে ।" আগামী মেয়র পারিষদের বৈঠকে এই নয়া সিদ্ধান্ত লাগু করা হবে ।

Last Updated : Aug 21, 2019, 11:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details