পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ পুড়ছে - north

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। তবে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল চলবে ঝড়-বৃষ্টি। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 31, 2019, 6:12 PM IST

কলকাতা, 31 মার্চ : ঘূর্ণাবর্তের অভিমুখ পরিবর্তনের ফলে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। গতকালই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তা ক্রমশ উপরের দিকে অগ্রসর হচ্ছে। এরফলে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।

ABOUT THE AUTHOR

...view details