কলকাতা, 31 মার্চ : ঘূর্ণাবর্তের অভিমুখ পরিবর্তনের ফলে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। গতকালই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে।
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ পুড়ছে - north
দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। তবে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল চলবে ঝড়-বৃষ্টি। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তা ক্রমশ উপরের দিকে অগ্রসর হচ্ছে। এরফলে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।