কলকাতা , 17 জানুয়ারি : শুরু হল বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রক্রিয়া । আজ আরএসপির ক্রান্তি প্রেসে আয়োজিত হয় বৈঠক । চলতি মাসের 25 ও 28 তারিখ ফের বৈঠকে বসবে বাম ও কংগ্রেস নেতৃত্ব । দুই তরফেই চলতি মাসে আসন বণ্টন প্রক্রিয়া শেষ করার ইঙ্গিত দেওয়া হয়েছে । আজ ওই বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম শরিক দলের রাজ্য সম্পাদকরাও উপস্থিত ছিলেন । ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ।
বৈঠক শেষে অধীর চৌধুরি বলেন , "আমাদের বৈঠকে আগামী দিনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে , বাম-কংগ্রেস বা কংগ্রেস-বাম মিলে মিশে একাকার হয়ে গিয়ে নির্বাচনী জোট করতে চলেছি। এই নির্বাচনী জোট নিয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছি । আমরা যৌথভাবে আন্দোলন করছি । আমরা মনে করছি পশ্চিমবঙ্গে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি , অন্যদিকে স্বৈরাচারী শক্তি তৃণমূল । উভয়কে পরাস্ত করতে গেলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট হিসাবে বাম কংগ্রেস অথবা কংগ্রেস-বাম এক হয়ে মোকাবিলা করতে হবে । "
তিনি আরও বলেন , " সেই লক্ষ্যে আমরা অগিয়ে চলেছি । আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে । আলোচনা শান্তিপূর্ণ শুধু নয়, খুবই বন্দুত্বপূর্ণ আলোচনা হয়েছে । অনুকূল পরিবেশে একে অপরের সঙ্গে মতামত বিনিময় করার মধ্যে দিয়ে আলোচনা হয়েছে । এখানে কেউ কারও উপরে কিছু চাপিয়ে দেওয়া আলোচনা নয় কেউ কাউকে নির্দেশ দেওয়ার আলোচনা নয় । আলোচনা আমাদের উভয়ের মানসিকতাকে এক সাথে নিয়ে যাওয়ার আলোচনা । "
আরও পড়ুন আগামীকাল নন্দীগ্রামে সভা মমতার, থাকবেন শিশির-দিব্যেন্দু ?