কলকাতা, 30 জুলাই : ভ্যাকসিন দেওয়ার নামে দেবাঞ্জন তার শিবিরে আসা ভ্যাকসিন-গ্রাহকদের শরীরে ইনজেকশনের মাধ্যমে যা দিয়েছিল, তা কোভিড-19 ভ্যাকসিন (Covid 19 Vaccine) কোভিশিল্ড (Covishield) নয় । সেরাম ইনস্টিটিউট-এর (Serum Institute of India, SII) সঙ্গে কথা বলে তা নিশ্চিত করে জানতে পেরেছে কলকাতা পুলিশের সদর দফতর (Kolkata Police Headquarters) লালবাজার ।
জানা গিয়েছে, ধৃত দেবাঞ্জন দেবের বাড়ি এবং কসবার অফিসে তল্লাশি চালিয়ে একাধিক ভায়াল উদ্ধার করেছিল গোয়েন্দারা । তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া ভায়ালগুলি সেরাম ইনস্টিটিউট-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লালবাজারের তরফে । গতকাল তার রিপোর্ট আসে । সূত্রের খবর দেবাঞ্জন কোভিড-19 ভ্যাকসিনের নামে যা দিয়েছে, তার একটিও কোভিশিল্ড নয় । তাহলে সেগুলি কী ? এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন । ইতিমধ্যে উদ্ধার হওয়া ওই ভায়ালগুলি ড্রাগ কন্ট্রোল সংস্থার কাছে পাঠানো হয়েছে । লালবাজার সূত্রের খবর, আসলে সেই উপাদান বস্তুটি কী, তা সেখান থেকে নিশ্চিত করে জানা যাবে ।