কলকাতা, 12 মে : বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচিতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় । মঙ্গলবার টুইট করে নিজেই সে খবর দিয়েছেন রাজ্যপাল । শুধু শীতলকুচিই নয়, ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে তিনি জানিয়েছেন ৷
নতুন মন্ত্রীসভায় শপথগ্রহণের অনুষ্ঠানের দিনই ধনখড় জানিয়েছিলেন তিনি হিংসাকবলিত এলাকা পরির্দশন করবেন ৷ সেই মতো আজ তিনি টুইট করে জানালেন তাঁর হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনের পরিকল্পনা । টুইটারে রাজ্যপাল ধনকড় লিখেছেন, কোচবিহারে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি । পাশাপাশি, আক্রান্তদের সঙ্গে কথাও বলবেন বলেও তিনি জানিয়েছেন এই টুইটে ।