কলকাতা , 14 এপ্রিল : সারদা মামলায় প্রাক্তন আইপিএস আধিকারিক দেবেন্দ্রনাথ বিশ্বাস ও মদন মিত্রের প্রাক্তন ব্যক্তিগত সচিব বাপি করিমকে তলব করল ইডি ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গেছে , আগামী সপ্তাহে তাদেরকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
মূলত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই দুই ব্যক্তিকে ৷ এদের মধ্যে অন্যতম অভিযুক্ত এবং ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বাপি করিমকে। ইডির আধিকারিকদের অভিযোগ, একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নথিপত্র ঘেঁটে যা তথ্য মিলেছে তাতে এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে ।
সারদা মামলায় প্রাক্তন আইপিএস দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং বাপি করিমকে তলব করল ইডি - সল্টলেক
আগামী সপ্তাহে প্রাক্তন আইপিএস দেবেন্দ্রনাথ বিশ্বাস ও মদন মিত্রের প্রাক্তন ব্যক্তিগত সচিব বাপি করিমকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
সূত্রের খবর , এর আগে মদন মিত্রের জন্য যে টাকা মিডল্যান্ড পার্কের অফিসে নিয়ে আসা হতো সেই টাকা নিয়ে আসতেন তাঁর ব্যক্তিগত সচিব বাপি করিম। ফলে সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে কীভাবে কোন খাতে, কত টাকা, কোন কোন প্রভাবশালীদের কাছে গিয়েছিল তা জানার জন্যই রাজ্য পুলিশের প্রাক্তন আইপিএস দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং মদন মিত্রের ব্যক্তিগত সচিব বাপি করিমকে আগামী সপ্তাহে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন :সারদা মামলায় এবার সুরজিৎ কর পুরকায়স্থকে তলব ইডি-র