পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

7 নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ হাইকোর্টের - The East-West Metrorail works will remain closed until November 7, High Court said

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে 7 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷

By

Published : Sep 17, 2019, 1:52 PM IST

Updated : Sep 17, 2019, 4:39 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : 7 নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় , 7 নভেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষকে হলফনামা দিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে হবে । পাশাপাশি, কলকাতা পৌরনিগমকেও এই মামলায় যুক্ত করতে হবে ৷ রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি বউবাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নিয়েছে সেই ব্যাপারেও হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে ৷

আজ মামলার শুনানিতে মেট্রোর তরফে আইনজীবী রঞ্জন বাচাওয়াত বলেন, "টানেলের জল বন্ধ করা গেছে । দিনরাত বিশেষজ্ঞরা সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখছেন । ইতিমধ্যে আমরা 78টি বাড়ির কয়েকশো পরিবারকে সরিয়েছি । তাদের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে । বউবাজার এলাকার কিছু সোনার দোকানকে খোলার অনুমতি দেওয়া হয়েছে । ওই এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পুরো চেষ্টা চালানো হচ্ছে । 83টি পরিবারকে এখন পর্যন্ত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া গেছে । যারা আক্রান্ত তাদের নিরাপত্তা ও সুরক্ষার সমস্ত ব্যবস্থা করার কাজেই আমরা ব্যস্ত ।" অন্যদিকে মামলাকারীর তরফে আইনজীবী রিজু ঘোষাল বলেন, "যা বলা হচ্ছে সেটা লিখিত হলফনামা আকারে দিয়ে বলা হোক । কারণ যা বলা হচ্ছে সেটা কতটা করা হয়েছে সেটা দেখা যাবে ।" এরপরই ডিভিশন বেঞ্চ 7 নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ৷

3 সেপ্টেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বলা হয়, হাইকোর্টকে না জানিয়ে পুনরায় কাজ শুরু করবে না তারা । সেইমতো তারা নিজেরা কাজ বন্ধ রেখেছে । বিশেষজ্ঞদের বক্তব্য বা পরামর্শ নিয়ে 16 সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাবে মেট্রোরেল কর্তৃপক্ষ । ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রায় 9.8 কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । আর মাত্র 1 কিলোমিটারের মতো কাজ বাকি আছে । কিন্ত এই কাজ আপাতত বন্ধ রেখেছে তারা । আর আজ হাইকোর্ট 7 নভেম্বর পর্যন্ত সেই কাজের উপর স্থগিতাদেশ জারি করল ।

Last Updated : Sep 17, 2019, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details